নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ হস্তান্তরের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তাঁর ভায়রার করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে কোম্পানির অবসায়ন প্রক্রিয়ায় পক্ষভুক্ত হতে তাঁদের করা আবেদনও মঞ্জুর করেছেন আদালত।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে থাকা আইনজীবী তাপস কান্তি বল জানান, কোম্পানি আইন অনুযায়ী কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের আইনজীবীরা রাসেল ও শামীমার সাক্ষর সংগ্রহ করবেন। আদালত বলেছেন, রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তাঁর ভায়রার নামে হস্তান্তর হওয়া শেয়ার আর কারও নামে হস্তান্তর করতে পারবেন না। আর তাঁরা সব সময় আদালতের নির্দেশে গঠিত বোর্ড এবং অডিটরকে সহযোগিতা করতে হবে। এ ছাড়া ইভ্যালির ভবন মালিককে আগামী বৃহস্পতিবার আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাসেলের শ্বশুর রফিকুল আলম তালুকদার, শাশুড়ি ফরিদা তালুকদার এবং ভায়রা শেয়ার কিনে যুক্ত হতে আবেদন করেন। তখন আদালত তাঁদের হলফনামা আকারে আবেদন জমা দিতে নির্দেশ দেন। তার আগে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রাসেল ও তাঁর স্ত্রী, তাঁদের সন্তান, তাঁদের মা-বাবা, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্য এবং ইভ্যালির কার্যক্রম পরিচালনা করা ভবন মালিকের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাব কেন জব্দ করা হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেন।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ হস্তান্তরের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তাঁর ভায়রার করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে কোম্পানির অবসায়ন প্রক্রিয়ায় পক্ষভুক্ত হতে তাঁদের করা আবেদনও মঞ্জুর করেছেন আদালত।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে থাকা আইনজীবী তাপস কান্তি বল জানান, কোম্পানি আইন অনুযায়ী কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের আইনজীবীরা রাসেল ও শামীমার সাক্ষর সংগ্রহ করবেন। আদালত বলেছেন, রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তাঁর ভায়রার নামে হস্তান্তর হওয়া শেয়ার আর কারও নামে হস্তান্তর করতে পারবেন না। আর তাঁরা সব সময় আদালতের নির্দেশে গঠিত বোর্ড এবং অডিটরকে সহযোগিতা করতে হবে। এ ছাড়া ইভ্যালির ভবন মালিককে আগামী বৃহস্পতিবার আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাসেলের শ্বশুর রফিকুল আলম তালুকদার, শাশুড়ি ফরিদা তালুকদার এবং ভায়রা শেয়ার কিনে যুক্ত হতে আবেদন করেন। তখন আদালত তাঁদের হলফনামা আকারে আবেদন জমা দিতে নির্দেশ দেন। তার আগে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রাসেল ও তাঁর স্ত্রী, তাঁদের সন্তান, তাঁদের মা-বাবা, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্য এবং ইভ্যালির কার্যক্রম পরিচালনা করা ভবন মালিকের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাব কেন জব্দ করা হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেন।
বাংলাদেশের আরও ৩০ লাখ মানুষের জীবনে নেমে আসতে পারে দারিদ্র্যের অন্ধকার। বিশ্বব্যাংক সতর্ক করেছে, চলতি অর্থবছরেই এই বিপর্যয় সামনে আসছে। একসময় যে মানুষগুলো অল্প আয়ের ভেতরেও বুকভরা আশা নিয়ে দিন কাটাত, আজ তারা রুটি-রুজির টানাপোড়েনে নুয়ে পড়ছে।
১ ঘণ্টা আগেদেশের ব্যাংকিং খাতে আবারও ঋণ পুনঃ তপসিলের হিড়িক পড়েছে। পুরোনো ধারাবাহিকতায় বছরের পর বছর ঋণ পুনঃ তপসিল করে আড়াল করা হচ্ছে প্রকৃত খেলাপি ঋণের চিত্র। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, ২০২৪ সালে প্রায় ৫৭ হাজার কোটি টাকার ঋণ পুনঃ তপসিল হয়েছে। এর বড় একটি অংশ, প্রায় ৩৬ হাজার কোটি টাকা পুনঃ তপসিল কর
১ ঘণ্টা আগেগত এক দশকে বাংলাদেশের চামড়াশিল্প টানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে দেশের অন্যান্য রপ্তানিমুখী খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, সেখানে চামড়া খাত বিপরীত চিত্র দেখাচ্ছে। ২০১২ সালে এ খাত থেকে রাজস্ব আয় হয়েছিল ১১৩ কোটি মার্কিন ডলার, যা ২০২৪ সালে নেমে এসেছে ৯৭ কোটি ডলারে। অর্থাৎ ১০ বছরে বাৎসরিক আয়
১ ঘণ্টা আগেতরুণ স্থপতিদের মেধা ও স্বপ্নকে সম্মান জানাতে ষষ্ঠবারের মতো দেওয়া হলো ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’। আধুনিক স্থাপত্য ভাবনার দূরদর্শিতা ও সৃজনশীলতায় এগিয়ে থাকা তিনজন শিক্ষার্থী পেলেন এই সম্মাননা। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী
২ ঘণ্টা আগে