Ajker Patrika

ইভ্যালির রাসেল ও শামীমার নামে থাকা অর্ধেক শেয়ার হস্তান্তরের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইভ্যালির রাসেল ও শামীমার নামে থাকা অর্ধেক শেয়ার হস্তান্তরের অনুমতি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ হস্তান্তরের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তাঁর ভায়রার করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে কোম্পানির অবসায়ন প্রক্রিয়ায় পক্ষভুক্ত হতে তাঁদের করা আবেদনও মঞ্জুর করেছেন আদালত। 

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে থাকা আইনজীবী তাপস কান্তি বল জানান, কোম্পানি আইন অনুযায়ী কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের আইনজীবীরা রাসেল ও শামীমার সাক্ষর সংগ্রহ করবেন। আদালত বলেছেন, রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তাঁর ভায়রার নামে হস্তান্তর হওয়া শেয়ার আর কারও নামে হস্তান্তর করতে পারবেন না। আর তাঁরা সব সময় আদালতের নির্দেশে গঠিত বোর্ড এবং অডিটরকে সহযোগিতা করতে হবে। এ ছাড়া ইভ্যালির ভবন মালিককে আগামী বৃহস্পতিবার আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাসেলের শ্বশুর রফিকুল আলম তালুকদার, শাশুড়ি ফরিদা তালুকদার এবং ভায়রা শেয়ার কিনে যুক্ত হতে আবেদন করেন। তখন আদালত তাঁদের হলফনামা আকারে আবেদন জমা দিতে নির্দেশ দেন। তার আগে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রাসেল ও তাঁর স্ত্রী, তাঁদের সন্তান, তাঁদের মা-বাবা, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্য এবং ইভ্যালির কার্যক্রম পরিচালনা করা ভবন মালিকের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাব কেন জব্দ করা হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত