রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে ওয়াসার পানির বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে হরতালের হুমকি দিয়েছেন মহানগর বিএনপির নেতারা। পানির দাম বৃদ্ধির প্রতিবাদ ও আগের দাম পুনর্বহালের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি ওয়াসা ভবন ঘেরাও করারও হুঁশিয়ারি দেন নেতারা।
আজ শনিবার দুপুরে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। এতে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, মহানগর যুবদলের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন প্রমুখ।
বক্তারা বলেন, রাজশাহী ওয়াসার পানি পানের অযোগ্য। তাও এ পানির দাম বাড়ানো হয়েছে জনগণের মতামত না নিয়েই। গণশুনানি না করে পানির দাম বাড়ালে তা পরিশোধ করা হবে না। তাঁরা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। না হলে ওয়াসা ভবন ঘেরাও এবং হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, আগের চেয়ে পানির দাম তিন গুণ বাড়িয়ে ১ ফেব্রুয়ারি থেকে নতুন মূল্য কার্যকর করেছে রাজশাহী ওয়াসা। তবে এর প্রতিবাদে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হচ্ছে।
রাজশাহীতে ওয়াসার পানির বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে হরতালের হুমকি দিয়েছেন মহানগর বিএনপির নেতারা। পানির দাম বৃদ্ধির প্রতিবাদ ও আগের দাম পুনর্বহালের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি ওয়াসা ভবন ঘেরাও করারও হুঁশিয়ারি দেন নেতারা।
আজ শনিবার দুপুরে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। এতে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, মহানগর যুবদলের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন প্রমুখ।
বক্তারা বলেন, রাজশাহী ওয়াসার পানি পানের অযোগ্য। তাও এ পানির দাম বাড়ানো হয়েছে জনগণের মতামত না নিয়েই। গণশুনানি না করে পানির দাম বাড়ালে তা পরিশোধ করা হবে না। তাঁরা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। না হলে ওয়াসা ভবন ঘেরাও এবং হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, আগের চেয়ে পানির দাম তিন গুণ বাড়িয়ে ১ ফেব্রুয়ারি থেকে নতুন মূল্য কার্যকর করেছে রাজশাহী ওয়াসা। তবে এর প্রতিবাদে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হচ্ছে।
আজ রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বনশ্রীর এইচ-ব্লকের একটি ভবনে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের নিচতলা থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে দ্রুত ভবন থেকে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে...
১৪ মিনিট আগেএস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালীতে থাকা ৪৩৪ দশমিক ৮৬ একর জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাইফুল আলমের বনানী ডিওএইচএসের প্রতিটি ৩ হাজার ৫৯০ বর্গফুট আয়তনের দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগেস্বামীর পর মেয়েকে হারিয়ে পাগলপ্রায় মা। বলেন, ‘আমার পাখিকে আমি বাঁচাতে পারলাম না। তাকে নিজের কাছে রাখছি, যাতে কেউ কিছু বলতে না পারে। তারপরও আমার পাখি চলে গেল।’
৩০ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. ফজলুর রহমান (৫৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে