Ajker Patrika

গম, চিনি ও মাংসসহ প্রধান কৃষিপণ্য রপ্তানি করবে না ইউক্রেন

গম, চিনি ও মাংসসহ প্রধান কৃষিপণ্য রপ্তানি করবে না ইউক্রেন

গম, চিনি, লবণ ও মাংসসহ প্রধান কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে। আজ বুধবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

আইন অনুযায়ী, ইউক্রেন থেকে ওটস, বাজরা, চিনি, লবণ, গম, মাংস, গবাদিপশু এবং এর থেকে তৈরিকৃত পণ্য এখন থেকে নিষিদ্ধ। 

মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, এটি আসলে একটি রপ্তানি নিষেধাজ্ঞা। 

ইউক্রেনের কৃষি নীতি ও খাদ্যমন্ত্রী রোমান লেশচেঙ্কো বলেছেন, ইউক্রেনে মানবিক সংকট প্রতিরোধ ও জনগণের চাহিদা মেটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ইউরোপের অন্যতম বৃহত্তম কৃষি পণ্য সরবরাহকারী দেশ ইউক্রেন। 

কৃষি তথ্য বিশ্লেষণ সংস্থা গ্রো ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, রাশিয়া এবং ইউক্রেন বিশ্বব্যাপী প্রায় ৩০ শতাংশ গম রপ্তানি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত