Ajker Patrika

চোখ যে মনের কথা বলে

শারমিন কচি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৩: ৫২
চোখ যে মনের কথা বলে

চোখের একটি অসাধারণ লুক আপনাকে নিমেষে আকর্ষণীয় করে তুলতে পারে। চোখের সাজের খুঁটিনাটি বিষয়গুলো জানাচ্ছেন রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী শারমিন কচি

৫ মিনিটে ন্যুড কালার আইলুক
নিয়মিত বাইরে বা অফিসে যাওয়ার জন্য সুন্দর ও কার্যকরী লুকের জন্য ন্যুড কালার আইলুক অসাধারণ।

যেভাবে লুক তৈরি করবেন
প্রথমে চোখের বেজ মেকআপ হিসেবে ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে সেটা লুজ পাউডার দিয়ে সেট করে নিন। একটি পরিষ্কার আইশ্যাডো প্যালেট নিন। ত্বকের টোনের  সঙ্গে মিল রেখে একটু হালকা শিমারি শেড বেসিক আইশ্যাডো ব্রাশ দিয়ে আইলিডে লাগিয়ে নিন। এরপর আউটার কর্নারে গাঢ় বাদামি রং 
ট্যাপ মোশনে লাগিয়ে নিন। একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে রং দুটি হালকা 
ব্লেন্ড করে নিন।
আপনার লোয়ার ল্যাশ লাইনেও এই বাদামি শেডটি লাগিয়ে নিতে পারেন। এবার ব্রো বোনের নিচে হালকা ম্যাট শেড দিন। ইনার কর্নারে চাইলে হাইলাইটার দিতে পারেন। তারপর আইলাইনার ও মাসকারা দিয়ে নিন। ব্যস, হয়ে গেল আপনার প্রতিদিনের একটি কার্যকরী লুক।

মডেল: সারাকাডার্ক কালার সিমার বেজ আইলুক
এই আইলুক করতে আপনার চোখের বেজ মেকআপ হিসেবে ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে তা লুজ পাউডার দিয়ে সেট করে নিন। একটি শিমারি প্যালেট থেকে পার্পল শিমারি শেড আইলিডে লাগিয়ে নিন।এরপর একটি হালকা বাদামি শেড নিয়ে আপনার আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আস্তে আস্তে ব্লেন্ড করতে থাকুন। আউটার কর্নার অল্প বাড়িয়ে নিতে পারেন। একটি ছোট স্মাজ আই ব্রাশ দিয়ে লোয়ার ল্যাশ লাইনে পার্পল রং লাগিয়ে নিন। এরপর আইলাইনার ও মাসকারা দিয়ে ফাইনাল লুক কমপ্লিট করুন।
স্মোকি আইলুক
এই আইলুকটি তৈরি করতে হলে আপনার দরকার পড়বে একটি আইশ্যাডো প্যালেট, যেটায় মেটালিক শেড আছে। সেই সঙ্গে আপনার প্রয়োজন হবে ব্লু আইলাইনার।

লুক তৈরি করবেন যেভাবে
আপনার চোখের বেজ মেকআপ হিসেবে ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে লুজ পাউডার দিয়ে সেট করে নিন। একটি মেটালিক শেড নিয়ে বেসিক আইশ্যাডো ব্রাশ দিয়ে আপনার আইলিড, আউটার কর্নার, লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিন। একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে হার্শ লাইন ব্লেন্ড করে নিন। এরপর কাজল বা আইলাইনার পেনসিল দিয়ে আপার ল্যাশ লাইন ও লোয়ার ল্যাশ লাইনে চিকন করে দিয়ে স্মাজ ব্রাশ দিয়ে স্মাজ করে নিন। আপনার ওয়াটার লাইনে নীল কাজল টেনে নিন। তারপর ল্যাশ কার্লার দিয়ে ল্যাশ কার্ল করে মাসকারা দিয়ে নিন। ব্যস! হয়ে গেল দারুণ স্মোকি আইলুক। 

সতর্কতা

  • সঠিকভাবে আইলুক করার জন্য ভালো ব্র্যান্ডের একটি আইশ্যাডো প্যালেট ও ভালো মানের ব্রাশ সেট ব্যবহার করতে হবে।আইশ্যাডো পরার আগে 
  • আপনি কোন ধরনের আইশ্যাডো পরছেন তার ওপর অনেক কিছু নির্ভর করে। ক্রিম আইশ্যাডো হলে চোখের পাতায় ব্রাশ দিয়ে বা আঙুল দিয়ে লাগিয়ে নিন। অভ্যাস না থাকলে ব্রাশের চেয়ে আঙুল দিয়ে লাগাতেই সুবিধা হবে। তারপর পরিষ্কার ব্রাশ বা অন্য আঙুল দিয়ে বাড়তি রংটুকু মুছে ফেলুন।
  • ব্রাশ দিয়ে আইশ্যাডো পরতে হাতের কাছে অন্তত তিনটি ব্রাশ রাখুন। একটি ব্রাশ দিয়ে পরবেন, অন্যটা দিয়ে বাড়তি শ্যাডো ঝেড়ে ফেলবেন আর তিন নম্বরটা দিয়ে ব্লেন্ড করবেন।
  • মেকআপ শুরু করার আগে চোখের চারপাশ ভালো করে পরিষ্কার করে নিন। মিসেলার ওয়াটারে তুলো ভিজিয়ে চোখের চারপাশ কোমলভাবে মুছে নিন। তারপর চারপাশে আই ক্রিম লাগিয়ে পাঁচ-সাত মিনিট অপেক্ষা করুন, তারপর শুরু করুন আই মেকআপ।
  • আইশ্যাডো পরার আগে শুরুতেই ওপরের পাতায় আই প্রাইমার লাগিয়ে নিন। তাতে শ্যাডো ঠিকমতো সেট হবে। প্রাইমার লাগানোর পর চোখ বন্ধ করে তা সম্পূর্ণ শুকোতে দিন। তারপর আইশ্যাডো পরা শুরু করুন।
  • পাউডার আইশ্যাডো পরলে মাঝারি থেকে বড় ব্রাশ দিয়ে শ্যাডো লাগান। তাতে ব্লেন্ডিং ভালো হবে, খুব নরম মায়াবী একটা লুক পাবেন।
  • স্মোকি আই মেকআপ করতে চাইলে আগে চোখের মেকআপ করে নিন। তারপর বাকি মুখের বেস তৈরি করুন। আগে চোখের মেকআপ করে নিলে মুখে শ্যাডো ঝরে বেস নষ্ট হবে না।
  • চোখের মেকআপ করার সময় চোখের নিচের অংশে ডিসপোজেবল আই প্যাঁচ লাগিয়ে নিতে পারেন। তাতেও যেকোনো রকম স্পিলওভার থেকে বাঁচতে পারবেন।
  • চোখের নিচের পাতায় স্মোকি মেকআপ করতে চাইলে ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করুন। তাতে রং ভালো ফুটবে।
  • ক্রিম বা লিকুইড আইশ্যাডোর সঙ্গে পাউডার আইশ্যাডো মিশিয়েও পরতে পারেন। সে ক্ষেত্রে আগে তরল বা ক্রিম শ্যাডো পরুন, তারপর ওপরে পাউডার শ্যাডো বুলিয়ে নিন। পাউডার শ্যাডো ওপরে থাকলে চোখের মেকআপ অনেকক্ষণ ঠিকঠাক থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত