কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের বার্ষিক প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
মার্কিন এ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপে ধর্মীয় স্বাধীনতার অবনতিশীল পরিস্থিতিতে ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন গভীরভাবে উদ্বিগ্ন। কমিশন অনেক দিন ধরে দক্ষিণ এশিয়াজুড়ে ধর্মীয় স্বাধীনতার অবনতির ধারা লক্ষ করছে। ২০২১ সালেও এ ধারা অব্যাহত ছিল। একই প্রতিবেদনে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বিশেষ উদ্বেগজনক দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশে গত অক্টোবরে শারদীয় দুর্গোৎসবের সময় সংঘাতের বিষয়টি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, সংঘাত ঠেকাতে সরকারের উদ্যোগের পরও সপ্তাহব্যাপী হিন্দু সম্প্রদায়ের সদস্য ও তাদের ধর্মীয় উপাসনালয় আক্রান্ত হয়েছে।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে। এ ছাড়া ভাসানচরে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে এতে বলা হয়, শুরুতে যেসব রোহিঙ্গাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, তারা খ্রিষ্টধর্মাবলম্বী। এ ছাড়া প্রতিবেদনে রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যালয় বন্ধ করা, তাদের ভাসানচরে স্থানান্তর এবং রোহিঙ্গাদের আবাসস্থলের অস্বাস্থ্যকর পরিবেশের কথাও তুলে ধরা হয়।
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের বার্ষিক প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
মার্কিন এ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপে ধর্মীয় স্বাধীনতার অবনতিশীল পরিস্থিতিতে ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন গভীরভাবে উদ্বিগ্ন। কমিশন অনেক দিন ধরে দক্ষিণ এশিয়াজুড়ে ধর্মীয় স্বাধীনতার অবনতির ধারা লক্ষ করছে। ২০২১ সালেও এ ধারা অব্যাহত ছিল। একই প্রতিবেদনে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বিশেষ উদ্বেগজনক দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশে গত অক্টোবরে শারদীয় দুর্গোৎসবের সময় সংঘাতের বিষয়টি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, সংঘাত ঠেকাতে সরকারের উদ্যোগের পরও সপ্তাহব্যাপী হিন্দু সম্প্রদায়ের সদস্য ও তাদের ধর্মীয় উপাসনালয় আক্রান্ত হয়েছে।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে। এ ছাড়া ভাসানচরে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে এতে বলা হয়, শুরুতে যেসব রোহিঙ্গাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, তারা খ্রিষ্টধর্মাবলম্বী। এ ছাড়া প্রতিবেদনে রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যালয় বন্ধ করা, তাদের ভাসানচরে স্থানান্তর এবং রোহিঙ্গাদের আবাসস্থলের অস্বাস্থ্যকর পরিবেশের কথাও তুলে ধরা হয়।
বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে জাতিসংঘ যে প্রস্তাব দিয়েছে, সরকার তাতে নীতিগতভাবে সম্মত আছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল রোববার ঢাকায় সরকারের এ ভাবনার কথা জানান।
২ ঘণ্টা আগেআন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য জহিরুল হক ভূইয়া এ ঘোষণা দেন।
২ ঘণ্টা আগে২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থেকে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হয়েছে। আর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থেকে ‘জয় বাংলা’ বাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগেচলতি বছরের সেপ্টেম্বরে দেশে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন করবে বাংলাদেশ ক্যাথলিক চার্চ। ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক দপ্তরের প্রিফেক্ট কার্ডিনাল জর্জ জ্যাকব কুভাকাড শনিবার রোমে একটি হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান।
৩ ঘণ্টা আগে