Ajker Patrika

গাজীপুরে পিকআপ-ট্রেন সংঘর্ষ, নিহত ৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ১২: ৫৪
গাজীপুরে পিকআপ-ট্রেন সংঘর্ষ, নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জে ট্রেন ও তাল ভর্তি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন মারা গেছেন। আজ শনিবার সকালে সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় নিহতরা হলেন, গাড়ি চালক পূবাইল বড় কয়ের আসাতিয়া এলাকার রাফির ছেলে জাকির (২২), তাঁর সহকারী একই এলাকার জাকিরের ছেলে মৃদুল (১৫) এবং তাল ব্যবসায়ী নারায়ণগঞ্জের মহসিন (৫০)। 

জানা গেছে, তাল ভর্তি পিকআপ অরক্ষিত গেট দিয়ে রেললাইন পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দুর ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত