Ajker Patrika

প্রত্যাশা পূরণ করতে পারবেন তো আয়ুষ্মান 

আপডেট : ২৮ মে ২০২২, ১৪: ৪৮
প্রত্যাশা পূরণ করতে পারবেন তো আয়ুষ্মান 

‘ভিকি ডোনার’, ‘আর্টিকেল ১৫ ’, ‘আন্ধাধুন’ খ্যাত বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার সিনেমা মানেই ভক্তদের প্রত্যাশা একটু বেশিই। আয়ুষ্মানের সদ্য মুক্তি পাওয়া পলিটিক্যাল থ্রিলার ‘আনেক’ ইতিমধ্যে নানা মহলে প্রশংসা কুড়িয়েছে। তবে ছবিটির প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ হতাশ করছে ভক্তদের। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুয়ায়ী, ‘আনেক’ মুক্তির দিন আয় করেছে মোটে ২ কোটি রুপির মতো। ছবিটি অন্তত ৩ কোটি রুপি সংগ্রহ করবে বলে প্রত্যাশা ছিল অনেকের। বক্স অফিস ইন্ডিয়ার হিসাবে, প্রথম দিনের আয় ১ কোটি ৭৫ লাখ রুপি। 

বিশ্লেষকদের মতে, হলিউড সুপারস্টার টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’-এর কারণে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি ‘আনেক’। এ ছাড়া, গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া টু’ ছবিটিও অনেকটা কঠিন করে তুলবে ‘আনেক’-এর বক্স অফিস সাফল্য। 

২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনুভব সিনহা পরিচালিত ‘আনেক’। ‘আর্টিকেল ১৫’ ছবিতে উচ্চবর্ণ ও নিম্নবর্ণের বৈষম্যের কঙ্কালসার চেহারা পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক অনুভব সিনহা। এবার তিনি উত্তর-পূর্ব ভারতের অবহেলিত মানুষের গল্প বলার চেষ্টা করেছেন। রাজনীতির পাশা খেলায় মানুষকে ঘুঁটির মতো অবস্থান বদলাতে হয়। ‘আনেক’ সিনেমার মাধ্যমে এ কথাই বলতে চেয়েছেন পরিচালক। রাজনীতির স্বার্থে কীভাবে যুদ্ধ বজায় রাখতে হয় তা-ও দেখিয়েছেন। 

২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনুভব সিনহা পরিচালিত ‘আনেক’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। আরও রয়েছেন মনোজ পাহওয়া ও কুমুদ মিশ্র। বাকি অভিনয়শিল্পীরা প্রত্যেকে উত্তর-পূর্ব ভারতের। গতকাল ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আনেক’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত