Ajker Patrika

ইউক্রেনে সহায়তার আগে স্কুলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ট্রাম্প

আপডেট : ২৮ মে ২০২২, ১৬: ০৫
ইউক্রেনে সহায়তার আগে স্কুলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ট্রাম্প

ইউক্রেনকে সহায়তা দেওয়ার চেয়ে নিজ দেশের স্কুলগুলোর নিরাপত্তা নিশ্চিতে আগে অর্থ ব্যয় করা উচিত যুক্তরাষ্ট্রের। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিউস্টনে আয়োজিত এক সম্মেলনে গতকাল শুক্রবার এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে সন্ত্রাসীর গুলিতে ১৯ জনের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার পক্ষে ওকালতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) ওই সম্মেলনের আয়োজন করে। 

আগ্নেয়াস্ত্র রাখার সপক্ষে আয়োজিত ওই সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলার সহায়তা পাঠাতে পারে, তাহলে তার আগে দেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিতে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারা উচিত।’ এ সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ কঠোর করার বিরোধিতা করে বলেন, ‘ভদ্র-সভ্য মার্কিনিদের কাছে আগ্নেয়াস্ত্র থাকা উচিত, যাতে তারা খারাপ লোকদের কাছ থেকে নিজেদের রক্ষা করতে পারে।’ 

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ইরাক ও আফগানিস্তানে কয়েক ট্রিলিয়ন ডলার খরচ করেছি, কিন্তু কী পেয়েছি? কিছুই না। সুতরাং, অন্য দেশকে গড়ে দেওয়ার কাজ করার আগে আমাদের উচিত নিজ দেশে আমাদের শিশুদের জন্য নিরাপদ স্কুল তৈরি করা।’ এ সময় উপস্থিত লোকজন বিপুল করতালিতে তাঁর বক্তব্যকে স্বাগত জানান। 

এর আগে মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্র কংগ্রেস আশ্চর্যজনকভাবে ইউক্রেনকে সহায়তা দিতে প্রায় ৪০ বিলিয়ন ডলার সামরিক সহায়তার প্রস্তাব পাশ করে। গত ফেব্রুয়ারির ২৪ তারিখে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ৫৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত