অলকানন্দা রায়, ঢাকা
হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল।
এনে দে, এনে দে, নইলে বাঁধব না বাঁধব না চুল।…
কাজী নজরুল ইসলাম
কেন বাঁধবে! ফুল নইলে চুলের বাহার হয় নাকি? অভিমান তাই হতেই পারে। রক্তকরবী চুলে গুঁজে মাঠের বাঁশি শুনে ছুটে বেড়ানো হোক সে নন্দিনী কিংবা অন্য কেউ। চুলে ফুলের সাজ তাদের চাই-ই চাই। নন্দিনী কিংবা গ্রাম্য কিশোরী সবার চুল সাজাতে ফুলের জুড়ি মেলা ভার। কাঁঠালচাঁপা, দোলনচাঁপা, টগর, বেলি, কামিনী, কাঠগোলাপ, কাঠবেলির আবেদন ছাপিয়ে নানা রকম অর্কিড বা পথের পাশের নামহারা কোনো ফুল একগুচ্ছ চুলে জড়ালেই নন্দিনীদের মনের মতো সাজের ষোলোকলা পূর্ণ হয়ে ওঠে কানায় কানায়।
চুলে চুলে ফুলে ফুলে
সময় বদলেছে। বদলেছে নারীর সাজের ধরন আর সাজের অনুষঙ্গ। চুলের সাজেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা। পনিটেইল, ফ্রেঞ্চ বেণি, এলোমেলো খোঁপা, হাত খোঁপার চিরন্তন রূপ তো আছেই, সেই সঙ্গে চুলে বাহারি রং ও ঢঙের ফুল মেয়েদের সৌন্দর্যে যোগ করে স্নিগ্ধতা। ছোট-বড় সব বয়সী নারীই সময়, বয়স, কোথায় যাচ্ছি, কোন ধরনের অনুষ্ঠান, ব্যক্তিত্ব বিবেচনায় রেখে পছন্দের ফুল দিয়ে চুল সাজিয়ে মুহূর্তকে করে তুলতে পারেন রঙিন। বিয়ে, জন্মদিন, রাতের যেকোনো জমকালো অনুষ্ঠান কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে চুলে ফুল পরলে সাজে আসবে ভিন্নমাত্রা।
রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘চুলে ফুল সাজতে পারে নানা ভাবে। তবে চুলে পরার ফুল হিসেবে লাল গোলাপ আর বেলকুড়ির মালা বা গাজরা প্রাধান্য পেয়ে আসছে যুগ যুগ ধরে।’
কোথায় পাবেন
ঢাকা শহরের প্রায় প্রতিটি মোড়েই ফুলের দোকান বসে। সেগুলো থেকে কিনতে পারেন। অথবা ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যায় এখন পছন্দের ফুল। এ ছাড়া প্রতিটি জেলা শহরে খোঁজ করলে পাওয়া যাবে যেকোনো ফুল।
দরদাম
প্রতি পিস ফুলের দাম শুরু হয় ১৫ থেকে ২০ টাকা। পিস হিসেবে কিংবা তোড়া হিসেবেও পাওয়া যায় যেকোনো ধরনের ফুল।
সাজে বৈচিত্র্য আনতে লাল গোলাপের পাশাপাশি বেছে নেওয়া যেতে পারে ভিন্ন রঙের গোলাপও। চন্দ্রমল্লিকা, জারবারা বা জিনিয়া ফুল চুলের সাজকে দেবে নতুন মাত্রা। এই ফুলগুলোর বাহারি রং আর গোলাকার আকৃতি হওয়ায় সহজেই মন কাড়ে সবার। কানের পাশে গুঁজে দিতে বা খোঁপায় পরার জন্য এই ফুলগুলো বেশ মানিয়ে যায়। একেবারেই অন্য কিছু করতে চাইলে ব্যবহার করা যেতে পারে গন্ধরাজ, রঙ্গন, জিপসি, গ্লাডিওলাস, চাঁপা, বকুল, মধু মঞ্জরি, পলাশ, কৃষ্ণচূড়া, সোনালু, অপরাজিতার মালা বা কাঠগোলাপের মতো ফুল।
চাই তো বর্ষার কদম ফুলও চুলের সাজে যোগ করা যেতে পারে। পোশাকে ব্যবহৃত রঙের সঙ্গে মিলিয়ে চুলে পরে নিতে পারেন হরেক রঙের ফুল। সাদা, গোলাপি, কমলা, হলুদ ইত্যাদি রঙের ফুল আপনার চুলের সৌন্দর্য বাড়িয়ে তুলবে বহুগুণ।
চুল সাজাতে অর্কিডের মতো মিষ্টি ফুল আর হয় না। একসময় অর্কিড দুষ্প্রাপ্য থাকলেও এখন বাজারে সহজলভ্য। অর্কিডের নানা রঙের সম্ভার থেকে সহজেই বেছে নিতে পারেন আপনার প্রিয় রংটি। খোলা চুলে গুঁজে কিংবা এলোমেলো বেণির খাঁজে গুঁজে দেওয়া যায় অর্কিড।
শাড়ির পরে
অনেকেই মনে করেন, শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে চুলে ফুল পরলে ভালো দেখাবে না। শুধু শাড়ি কেন, সালোয়ার-কামিজ বা পশ্চিমা ধাঁচের টপ, ফতুয়ার সঙ্গেও ফুল সমান মানানসই। তবে সে ক্ষেত্রে চুলে ফুল সাজানোর ধরনে আনতে হবে একটু ভিন্নতা, তবেই সাজ হবে নজরকাড়া।
যাঁরা ফুল দিয়ে চুল সাজাতে ভালোবাসেন, তাঁরা মুখের আকৃতির সঙ্গে মিলিয়ে ফুল দিয়ে চুল সাজাতে পারেন। যাঁদের লম্বা মুখ ও লম্বা চুল, তাঁরা কানের পাশের চুলে পছন্দের ছোট ছোট ফুল লাগিয়ে নিতে পারেন। তবে চুল বেশি লম্বা হলে খোঁপায় পরতে পারেন প্রিয় ফুল। ছোট চুল বা গোল মুখে খোলা চুলের একপাশে একটি ফুল পরা যায়। বেলি ফুলের মালা খোঁপায় মানায় বেশি। তবে বেণিতে জড়িয়ে নিলেও ভালো লাগবে। শাড়ির সঙ্গে খোঁপা, বেণি বা খোলা চুল—সবকিছুতেই ফুল পরতে পারেন। সালোয়ার-কামিজ বা ফতুয়ার সঙ্গে ফুল পরতে চাইলে বাঁধা চুলেই বেশি ভালো লাগে। এ ক্ষেত্রে কানের পাশে ফুল গুঁজে দিতে পারেন।
বাহারি ফুল সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
শুধু তাজা ফুলই নয়, চুলে পরার জন্য এখন পাওয়া যায় নানা রকমের কাপড়, প্লাস্টিক ও ফাইবারের তৈরি ফুল। এগুলো দেখতেও অনেকটা তাজা ফুল বলে ভ্রম হয়। তাজা ফুল না পেলে কোনো অনুষ্ঠানের জন্য এগুলো দিয়েই সেজে নিতে পারেন চটজলদি।
জীবনধারা সম্পর্কিত আরও পড়ুন:
হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল।
এনে দে, এনে দে, নইলে বাঁধব না বাঁধব না চুল।…
কাজী নজরুল ইসলাম
কেন বাঁধবে! ফুল নইলে চুলের বাহার হয় নাকি? অভিমান তাই হতেই পারে। রক্তকরবী চুলে গুঁজে মাঠের বাঁশি শুনে ছুটে বেড়ানো হোক সে নন্দিনী কিংবা অন্য কেউ। চুলে ফুলের সাজ তাদের চাই-ই চাই। নন্দিনী কিংবা গ্রাম্য কিশোরী সবার চুল সাজাতে ফুলের জুড়ি মেলা ভার। কাঁঠালচাঁপা, দোলনচাঁপা, টগর, বেলি, কামিনী, কাঠগোলাপ, কাঠবেলির আবেদন ছাপিয়ে নানা রকম অর্কিড বা পথের পাশের নামহারা কোনো ফুল একগুচ্ছ চুলে জড়ালেই নন্দিনীদের মনের মতো সাজের ষোলোকলা পূর্ণ হয়ে ওঠে কানায় কানায়।
চুলে চুলে ফুলে ফুলে
সময় বদলেছে। বদলেছে নারীর সাজের ধরন আর সাজের অনুষঙ্গ। চুলের সাজেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা। পনিটেইল, ফ্রেঞ্চ বেণি, এলোমেলো খোঁপা, হাত খোঁপার চিরন্তন রূপ তো আছেই, সেই সঙ্গে চুলে বাহারি রং ও ঢঙের ফুল মেয়েদের সৌন্দর্যে যোগ করে স্নিগ্ধতা। ছোট-বড় সব বয়সী নারীই সময়, বয়স, কোথায় যাচ্ছি, কোন ধরনের অনুষ্ঠান, ব্যক্তিত্ব বিবেচনায় রেখে পছন্দের ফুল দিয়ে চুল সাজিয়ে মুহূর্তকে করে তুলতে পারেন রঙিন। বিয়ে, জন্মদিন, রাতের যেকোনো জমকালো অনুষ্ঠান কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে চুলে ফুল পরলে সাজে আসবে ভিন্নমাত্রা।
রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘চুলে ফুল সাজতে পারে নানা ভাবে। তবে চুলে পরার ফুল হিসেবে লাল গোলাপ আর বেলকুড়ির মালা বা গাজরা প্রাধান্য পেয়ে আসছে যুগ যুগ ধরে।’
কোথায় পাবেন
ঢাকা শহরের প্রায় প্রতিটি মোড়েই ফুলের দোকান বসে। সেগুলো থেকে কিনতে পারেন। অথবা ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যায় এখন পছন্দের ফুল। এ ছাড়া প্রতিটি জেলা শহরে খোঁজ করলে পাওয়া যাবে যেকোনো ফুল।
দরদাম
প্রতি পিস ফুলের দাম শুরু হয় ১৫ থেকে ২০ টাকা। পিস হিসেবে কিংবা তোড়া হিসেবেও পাওয়া যায় যেকোনো ধরনের ফুল।
সাজে বৈচিত্র্য আনতে লাল গোলাপের পাশাপাশি বেছে নেওয়া যেতে পারে ভিন্ন রঙের গোলাপও। চন্দ্রমল্লিকা, জারবারা বা জিনিয়া ফুল চুলের সাজকে দেবে নতুন মাত্রা। এই ফুলগুলোর বাহারি রং আর গোলাকার আকৃতি হওয়ায় সহজেই মন কাড়ে সবার। কানের পাশে গুঁজে দিতে বা খোঁপায় পরার জন্য এই ফুলগুলো বেশ মানিয়ে যায়। একেবারেই অন্য কিছু করতে চাইলে ব্যবহার করা যেতে পারে গন্ধরাজ, রঙ্গন, জিপসি, গ্লাডিওলাস, চাঁপা, বকুল, মধু মঞ্জরি, পলাশ, কৃষ্ণচূড়া, সোনালু, অপরাজিতার মালা বা কাঠগোলাপের মতো ফুল।
চাই তো বর্ষার কদম ফুলও চুলের সাজে যোগ করা যেতে পারে। পোশাকে ব্যবহৃত রঙের সঙ্গে মিলিয়ে চুলে পরে নিতে পারেন হরেক রঙের ফুল। সাদা, গোলাপি, কমলা, হলুদ ইত্যাদি রঙের ফুল আপনার চুলের সৌন্দর্য বাড়িয়ে তুলবে বহুগুণ।
চুল সাজাতে অর্কিডের মতো মিষ্টি ফুল আর হয় না। একসময় অর্কিড দুষ্প্রাপ্য থাকলেও এখন বাজারে সহজলভ্য। অর্কিডের নানা রঙের সম্ভার থেকে সহজেই বেছে নিতে পারেন আপনার প্রিয় রংটি। খোলা চুলে গুঁজে কিংবা এলোমেলো বেণির খাঁজে গুঁজে দেওয়া যায় অর্কিড।
শাড়ির পরে
অনেকেই মনে করেন, শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে চুলে ফুল পরলে ভালো দেখাবে না। শুধু শাড়ি কেন, সালোয়ার-কামিজ বা পশ্চিমা ধাঁচের টপ, ফতুয়ার সঙ্গেও ফুল সমান মানানসই। তবে সে ক্ষেত্রে চুলে ফুল সাজানোর ধরনে আনতে হবে একটু ভিন্নতা, তবেই সাজ হবে নজরকাড়া।
যাঁরা ফুল দিয়ে চুল সাজাতে ভালোবাসেন, তাঁরা মুখের আকৃতির সঙ্গে মিলিয়ে ফুল দিয়ে চুল সাজাতে পারেন। যাঁদের লম্বা মুখ ও লম্বা চুল, তাঁরা কানের পাশের চুলে পছন্দের ছোট ছোট ফুল লাগিয়ে নিতে পারেন। তবে চুল বেশি লম্বা হলে খোঁপায় পরতে পারেন প্রিয় ফুল। ছোট চুল বা গোল মুখে খোলা চুলের একপাশে একটি ফুল পরা যায়। বেলি ফুলের মালা খোঁপায় মানায় বেশি। তবে বেণিতে জড়িয়ে নিলেও ভালো লাগবে। শাড়ির সঙ্গে খোঁপা, বেণি বা খোলা চুল—সবকিছুতেই ফুল পরতে পারেন। সালোয়ার-কামিজ বা ফতুয়ার সঙ্গে ফুল পরতে চাইলে বাঁধা চুলেই বেশি ভালো লাগে। এ ক্ষেত্রে কানের পাশে ফুল গুঁজে দিতে পারেন।
বাহারি ফুল সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
শুধু তাজা ফুলই নয়, চুলে পরার জন্য এখন পাওয়া যায় নানা রকমের কাপড়, প্লাস্টিক ও ফাইবারের তৈরি ফুল। এগুলো দেখতেও অনেকটা তাজা ফুল বলে ভ্রম হয়। তাজা ফুল না পেলে কোনো অনুষ্ঠানের জন্য এগুলো দিয়েই সেজে নিতে পারেন চটজলদি।
জীবনধারা সম্পর্কিত আরও পড়ুন:
নানা কারণে লিভারের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। লিভারের বিষ হলো অ্যালকোহল—এটি খুব প্রতিষ্ঠিত তথ্য, তবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ভাইরাস সংক্রমণ, ওষুধ এবং পরিবেশগত বিষাক্ত পদার্থও লিভারের ক্ষতির কারণ হতে পারে। এই কারণগুলো নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হেপাটাইটিস, ফাইব্রোসিস বা এমনক
২ দিন আগেভেটকি মাছের ফিলে দিয়ে দারুণ রোল তৈরি করা যায়। যেকোনো সুপারশপে পাওয়া যায় মাছের ফিলে। সেখান থেকে ভেটকি মাছের ফিলে কিনে বানিয়ে ফেলতে পারেন মজাদার ভেটকি রোল।
২ দিন আগেবিশ্বের বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজে চড়তে হবে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় মাঝে মাঝে। তেমন ঘটনাই প্রমাণ করলেন ডেনমার্কের নাগরিক থর পেডারসেন। উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ দেখার বাসনা ছিল তাঁর। সে বাসনা পূরণ করতেই ২০১৩ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন থর।
৩ দিন আগেহিমালয়ের ৬ হাজার ৪১৯ মিটার উঁচু চুলু ওয়েস্ট এবং ৬ হাজার ১৪৪ মিটার উঁচু থরং পর্বত। এ দুটি পর্বত অভিযানে যাচ্ছেন প্রকৌশলী, লেখক ও পর্বতারোহী কাওছার রূপক। এই অভিযানের তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিটি...
৩ দিন আগে