Ajker Patrika

চলন্ত ট্রাক থেকে পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ মে ২০২২, ১৪: ৪৭
চলন্ত ট্রাক থেকে পড়ে যুবক নিহত

চট্টগ্রামে চলন্ত ট্রাকে ওঠার সময় পড়ে গিয়ে হামিম আহমেদ পাটোয়ারী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হামিম কোতোয়ালি থানার স্টেশন রোডের হোটেল সৈকত এলাকার আবু ইউসুফ পাটোয়ারীর ছেলে। 

থানার পরিদর্শক আজকের পত্রিকাকে বলেন, গতকাল গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে চলন্ত ট্রাকে ওঠার সময় হামিম পড়ে যান। পরে গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত