ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি ফেসবুকের বেশ কিছু আইডি, পেজ ও গ্রুপে সাতজন নবজাতকের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ওই সাত শিশু একই মায়ের গর্ভ থেকে একসঙ্গে জন্মগ্রহণ করেছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ‘চট্টগ্রামের হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে এক নারী সাতটি সন্তান জন্ম দিয়েছেন, জন্ম নেওয়া সব শিশু বর্তমানে সুস্থ আছে।’
ফ্যাক্টচেক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ‘হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ নামের একটি ফেসবুক পেজে গত ২৬ মে দুপুর ১২টা ২৮ মিনিটে চিকিৎসকসহ সাত শিশুর মোট ছয়টি ছবি পোস্ট করা হয়েছে।
ওই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, গত ২৫ মে অস্ত্রোপচারের মাধ্যমে সিজারিয়ান সেকশনে একজন ও নরমাল ডেলিভারির মাধ্যমে ছয় শিশুর জন্ম হয়। পোস্টে সংশ্লিষ্ট চিকিৎসকদের নামও উল্লেখ করা হয়। গুগলে অনুসন্ধান করে কয়েকটি সংবাদমাধ্যমেও এ-সংক্রান্ত খবর খুঁজে পাওয়া যায়।
সিদ্ধান্ত
ফেসবুকে যে সাত শিশুর ছবি ‘এক মায়ের’ দাবিতে ছড়িয়ে পড়েছে, তা মূলত পৃথক সাত মায়ের। চট্টগ্রামের হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৫ মে ছয়টি নরমাল ডেলিভারি ও একটি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সাত শিশুর জন্ম হয়।
সম্প্রতি ফেসবুকের বেশ কিছু আইডি, পেজ ও গ্রুপে সাতজন নবজাতকের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ওই সাত শিশু একই মায়ের গর্ভ থেকে একসঙ্গে জন্মগ্রহণ করেছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ‘চট্টগ্রামের হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে এক নারী সাতটি সন্তান জন্ম দিয়েছেন, জন্ম নেওয়া সব শিশু বর্তমানে সুস্থ আছে।’
ফ্যাক্টচেক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ‘হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ নামের একটি ফেসবুক পেজে গত ২৬ মে দুপুর ১২টা ২৮ মিনিটে চিকিৎসকসহ সাত শিশুর মোট ছয়টি ছবি পোস্ট করা হয়েছে।
ওই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, গত ২৫ মে অস্ত্রোপচারের মাধ্যমে সিজারিয়ান সেকশনে একজন ও নরমাল ডেলিভারির মাধ্যমে ছয় শিশুর জন্ম হয়। পোস্টে সংশ্লিষ্ট চিকিৎসকদের নামও উল্লেখ করা হয়। গুগলে অনুসন্ধান করে কয়েকটি সংবাদমাধ্যমেও এ-সংক্রান্ত খবর খুঁজে পাওয়া যায়।
সিদ্ধান্ত
ফেসবুকে যে সাত শিশুর ছবি ‘এক মায়ের’ দাবিতে ছড়িয়ে পড়েছে, তা মূলত পৃথক সাত মায়ের। চট্টগ্রামের হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৫ মে ছয়টি নরমাল ডেলিভারি ও একটি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সাত শিশুর জন্ম হয়।
চীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
১ ঘণ্টা আগেপেহেলগাম হত্যাকাণ্ডের চার দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কেউ আটক হয়নি। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীর জুড়ে পাঁচ সন্দেহভাজনের বাড়িঘর গুঁড়িয়ে ও বিস্ফোরক পেতে উড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী।
১ দিন আগেপাঞ্জাবের ফিরোজপুর সেক্টর দিয়ে সীমান্ত অতিক্রম করায় বিএসএফের এক সদস্যকে আটক করে পাকিস্তানের সীমান্তরক্ষীরা। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির তথ্য ভারতীয় সংবাদমাধ্যমে এসেছে। তবে এতে হতাহত
২ দিন আগেভিডিওতে একটি স্থাপনার মেঝে ও সিঁড়িতে ভাঙা ইট ছড়ানো এবং আধভাঙা ইটের দেয়াল দেখা যাচ্ছে। টুকরো ইটের ওপরে মই ও ড্রিল মেশিন দেখা যাচ্ছে। ভিডিওর শেষের দিকে কিছু স্থাপনার স্থিরচিত্রে একটি নামফলক দেখা যাচ্ছে, যেটিতে লেখা ‘মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’।
৪ দিন আগে