সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’ আর বিতর্ক যেন এক সুতোয় গাঁথা। শোয়ের সাত নম্বর সিজন চলছে। আগের সিজনগুলোর বিভিন্ন অ্যাপিসোডে বিতর্কের সৃষ্টি হয়েছে। নতুন সিজনও ব্যতিক্রম নয়।
কফি উইথ করণের চলতি সিজনে খুব সতর্ক থাকবেন বলে জানিয়েছিলেন এর সঞ্চালক করণ জোহর। তবে শেষ পর্যন্ত সেই বিতর্কে জড়িয়েই পড়লেন এই নির্মাতা-প্রযোজক। সম্প্রতি করণের টক শোর একটি অ্যাপিসোডে অতিথি হয়েছিলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। সে সময় দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন করণ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, লেটেস্ট ওই অ্যাপিসোডে সামান্থাকে করণ প্রশ্ন করেছিলেন, তাঁর মতে দক্ষিণের সেরা অভিনেত্রী কে। উত্তরে অভিনেত্রী নয়নতারার নাম বলেন। সামান্থার উত্তর শুনে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে করণ বলেন, ‘আমার লিস্টে না’। করণের ভাষ্য, তাঁর কাছে থাকা ‘অরম্যাক্স মিডিয়া’ লিস্টে নাম্বার ওয়ান স্টার সামান্থা রুথ প্রভু।
এমন মন্তব্যের জেরে বেজায় চটেছেন নয়নতারার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নতারার ভক্ত-অনুরাগীরা বলেন, করণ জোহর কাউকে সম্মান করতে পারেন না। নয়নতারার মতো একজন প্রভাবশালী অভিনেত্রীর কাছে তাঁর লিস্ট নগণ্য। অনেকে মন্তব্য করেছেন, নয়নতারার মতো একজন লেডি সুপারস্টারকে বিচার করার ক্ষমতা করণের নেই। অনুরাগীদের একাংশ আবার সামান্থারও প্রশংসা করেছেন। সামান্থা নয়নতারাকে যোগ্য সম্মান দিয়েছেন বলে মন্তব্য করেন কেউ কেউ।
নয়নতারাকে নিয়ে বিতর্কের আগে সামান্থার ব্যক্তিগত জীবনের আলাপ দিয়ে ট্রলড হয়েছেন করণ। সত্যি বলতে, কফি উইথ করণ মানেই যেন হাঁড়ির খবর ফাঁস করার প্ল্যাটফর্ম। এই শোয়ের দর্শক সেলেব্রিটির ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বেশ উপভোগ করেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি গভীরে প্রশ্ন করার জন্য করণের সমালোচনা করেন অনেকেই।
সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’ আর বিতর্ক যেন এক সুতোয় গাঁথা। শোয়ের সাত নম্বর সিজন চলছে। আগের সিজনগুলোর বিভিন্ন অ্যাপিসোডে বিতর্কের সৃষ্টি হয়েছে। নতুন সিজনও ব্যতিক্রম নয়।
কফি উইথ করণের চলতি সিজনে খুব সতর্ক থাকবেন বলে জানিয়েছিলেন এর সঞ্চালক করণ জোহর। তবে শেষ পর্যন্ত সেই বিতর্কে জড়িয়েই পড়লেন এই নির্মাতা-প্রযোজক। সম্প্রতি করণের টক শোর একটি অ্যাপিসোডে অতিথি হয়েছিলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। সে সময় দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন করণ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, লেটেস্ট ওই অ্যাপিসোডে সামান্থাকে করণ প্রশ্ন করেছিলেন, তাঁর মতে দক্ষিণের সেরা অভিনেত্রী কে। উত্তরে অভিনেত্রী নয়নতারার নাম বলেন। সামান্থার উত্তর শুনে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে করণ বলেন, ‘আমার লিস্টে না’। করণের ভাষ্য, তাঁর কাছে থাকা ‘অরম্যাক্স মিডিয়া’ লিস্টে নাম্বার ওয়ান স্টার সামান্থা রুথ প্রভু।
এমন মন্তব্যের জেরে বেজায় চটেছেন নয়নতারার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নতারার ভক্ত-অনুরাগীরা বলেন, করণ জোহর কাউকে সম্মান করতে পারেন না। নয়নতারার মতো একজন প্রভাবশালী অভিনেত্রীর কাছে তাঁর লিস্ট নগণ্য। অনেকে মন্তব্য করেছেন, নয়নতারার মতো একজন লেডি সুপারস্টারকে বিচার করার ক্ষমতা করণের নেই। অনুরাগীদের একাংশ আবার সামান্থারও প্রশংসা করেছেন। সামান্থা নয়নতারাকে যোগ্য সম্মান দিয়েছেন বলে মন্তব্য করেন কেউ কেউ।
নয়নতারাকে নিয়ে বিতর্কের আগে সামান্থার ব্যক্তিগত জীবনের আলাপ দিয়ে ট্রলড হয়েছেন করণ। সত্যি বলতে, কফি উইথ করণ মানেই যেন হাঁড়ির খবর ফাঁস করার প্ল্যাটফর্ম। এই শোয়ের দর্শক সেলেব্রিটির ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বেশ উপভোগ করেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি গভীরে প্রশ্ন করার জন্য করণের সমালোচনা করেন অনেকেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলা জানান, বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি। কিন্তু পছন্দমতো কাউকে পাচ্ছেন না। আগ্রহীদের বায়োডাটা পাঠানোর কথাও বলেন তিনি। মিলার এমন মন্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
৪ ঘণ্টা আগেপ্রায় দেড় বছর পর পর্দায় ফিরেছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। তবে নাটক নয়, উপস্থাপনা দিয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন উপস্থাপনাবিষয়ক রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং।
৪ ঘণ্টা আগেঅনেক বছর ধরেই অস্ট্রেলিয়ায় থাকেন চিত্রনায়িকা শাবনূর। ২০২৩ সালের নভেম্বরে তিন বছর পর দেশে এসে দুই সিনেমার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী। একটি আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’, অন্যটি চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’।
১৬ ঘণ্টা আগে‘পরাণ’ মুক্তির পর বদলে যায় শরিফুল রাজের ভাগ্য। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হতে শুরু করেন। তবে অতিরিক্ত পারিশ্রমিক হাঁকানো নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও ছিলেন আলোচনার কেন্দ্রে। এসব কারণে খানিকটা ব্যাকফুটে চলে যেতে হয় রাজকে।
১৭ ঘণ্টা আগে