Ajker Patrika

ডাকাতি ঠেকাতে মধুপুরে দূরপাল্লার বাসে ভিডিও রেকর্ডের সিদ্ধান্ত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২০: ১৩
ডাকাতি ঠেকাতে মধুপুরে দূরপাল্লার বাসে ভিডিও রেকর্ডের সিদ্ধান্ত

গভীর রাতে বাসে ডাকাতি ঠেকাতে মধুপুরে সব দূরপাল্লার বাসে যাত্রী ও চালকদের নিয়মিত ভিডিও ধারণ করার ব্যাপারে একমত হয়েছে প্রশাসন ও মধুপুর উপজেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। আজ রোববার দুপুরে উপজেলা ধর্ষণ-ডাকাতি ঠেকাতে করণীয় বিষয় নিয়ে শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় এ নিয়ে আলোচনা হয়। 

গত ২ আগস্ট দিবাগত গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরে একদল ডাকাত অস্ত্রের বাসে ডাকাতি ও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এই ঘটনার দুদিন পর ৫ আগস্ট গভীর রাতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন আরেক নারী। সারা দেশ আলোচিত এ দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে সড়কে নিরাপত্তা নিয়ে সভা করল পরিবহন কর্তৃপক্ষ ও প্রশাসন। 

বাস ও মিনিবাস মালিক সমিতি মধুপুর প্রান্ত শাখা ও পুলিশ প্রশাসন আয়োজিত এ সভায় পরিবহন মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সভায় সভাপতিত্ব করেন বাস-মিনিবাস মালিক সমিতি মধুপুর প্রান্ত শাখার সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার শাহিনা আক্তার। এ ছাড়া সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন— বাস ও মিনিবাস মালিক সমিতি মধুপুর শাখার সাধারণ সম্পাদক মাসুম হাসনাইন যুবরাজ, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

অধ্যক্ষ নাসির উদ্দিনসহ বক্তারা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে হাইওয়ে পুলিশের টহলের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বলেন, জনগুরুত্বপূর্ণ এই সড়কে হাইওয়ে পুলিশের টহল কার্যক্রম না থাকায় বিভিন্ন এলাকায় অপরাধ ঘটিয়ে মধুপুরের এই সড়কের পাশে নির্যাতিতদের ফেলে যাওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছে। অনতিবিলম্বে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে হাইওয়ে পুলিশের টহল জোরদার করলে পরের দোষগুলোর দায়ভার আমাদের কাঁধে আসবে না। 

প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার শাহিনা আক্তার বাস মালিকদের এমন উদ্যোগকে স্বাগত জানান। সবার সহযোগিতা পেলে মধুপুরে অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে বাস ও মিনিবাস মালিক সমিতি মধুপুর উপজেলা প্রান্ত শাখার সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, ‘রাতের বেলায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কটি অনিরাপদ হয়ে ওঠে। এই সড়কে হাইওয়ে পুলিশের টহল না থাকায় বিভিন্ন স্থানে অপরাধ সংগঠিত করে অপরাধীরা মধুপুরে আলামত রেখে যায়। যার কারণে মধুপুরবাসীর সুনাম ক্ষুণ্ন হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নাইটকোচগুলো ভিডিওর আওতায় আনার কথা ভাবা হচ্ছে। প্রশাসনিক এবং মালিক সমিতির নেতাদের সহযোগিতা পেলে যাত্রীদের ভিডিও করার পাশাপাশি মধুপুরের গুরুত্বপূর্ণ অংশগুলো সিসিটিভির আওতায় আনা যাবে।’ 

এই সিদ্ধান্ত বাস্তবায়নে সবপক্ষের সহযোগিতা কামনা করে মধুপুর ও ধনবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনা আক্তার বলেন, ‘মধুপুরবাসী তথা দূরপাল্লার যাত্রী ও পরিবহনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে মধুপুরসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলো সিসিটিভির আওতায় আনার কথা ভাবা হচ্ছে। যাতে বাসে ওঠানামা করা সব যাত্রীকে ভিডিওতে সংরক্ষণ করা যায়। এতে করে কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত অপরাধীদের চিহ্নিত করা ও আইনের আওতায় আনা সহজ হবে। এতে ব্যাপক অর্থের প্রয়োজন। বাস মালিক, শ্রমিক ও সবার সহযোগিতা পেলে দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত