Ajker Patrika

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহত এএআইয়ের নাম বিকাশ চন্দ্র সরকার (৩৮)। তিনি কক্সবাজারে ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপবিএন) কর্মরত ছিলেন। 

রোববার রাত সাড়ে ৮টার দিকে সদরের বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় একটি দ্রুতগতির ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত বিকাশ চন্দ্র সরকার পরিবার নিয়ে বগুড়া শহরে ভাড়া বাসায় থাকতেন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, এএসআই বিকাশ রোববার চাঁপাইনবাবগঞ্জের আদালতে এক মামলার সাক্ষ্য দিতে যান। পরে সেখান থেকে তিনি নওগাঁয় নিজ বাড়িতে যান। নওগাঁ থেকে অটোরিকশায় ফেরার পথে এরুলিয়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে অটোরিকশায় ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাতে ওসি সেলিম রেজা জানান, ময়নাতদন্ত শেষে আজ সোমবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত