অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল হাই
অনেকেরই চোখের পাতার ভেতরের কোণের দিকে ত্বকের ওপর হলুদ পিণ্ড দেখা যায়। এটি যেকোনো বয়সেই হতে পারে। তবে মধ্য বয়সে, বিশেষ করে নারীদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। এই রোগে আক্রান্ত ব্যক্তির ত্বকে জ্বালাপোড়া বা চুলকানিজাতীয় কোনো সমস্যা না থাকলেও মুখের সৌন্দর্যের জন্য এটি যথেষ্ট নেতিবাচক বিষয়।
রোগের কারণ
জ্যানতলেজমা রোগের সঠিক কারণ জানা না গেলেও এটা জানা যায়, অর্ধেকের বেশি রোগী রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল বহন করে। কারও কারও পরিবারে জেনেটিকভাবেই রক্তে উচ্চমাত্রার ট্রাইগ্লিসারাইড থাকে অথবা লাইপেজ নামের একটি এনজাইমের অভাব থাকে। এসব পরিবারে সচরাচর এ রকম রোগী দেখা যায়। কিছু ওষুধ, যেমন স্টেরয়েড সেবনের পর এ রোগের উপস্থিতি চোখে পড়ে। থাইরয়েড রোগ বা ডায়াবেটিসের রোগীদের মধ্যেও এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।
অন্য রোগের আশঙ্কা
জ্যানতলেজমা রোগীদের হৃদ্রোগ বা স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। কিছু রোগ যেমন—গ্যাস্ট্রিক এডিনোকারসিনোমাতে প্রাথমিক অবস্থায় ত্বকের এ রোগ দেখা দিতে পারে। তাই এ রোগ শুধু সৌন্দর্যের জন্য বিপৎসংকেত নয়; বরং জীবননাশী কিছু রোগেরও বিপৎসংকেত।
জ্যানতলেজমায় আক্রান্ত ত্বক আঙুল দিয়ে স্পর্শ করলে নরম রাবারের মতো বস্তু অনুভূত হয়। মূলত এই পিণ্ড বা চাকাটি কোলেস্টেরল দিয়ে তৈরি হয়। এর আশপাশের রক্তনালিগুলো পরীক্ষা করলে নালির গায়ে কোলেস্টেরল জমা হয়ে প্লাক তৈরি হওয়ার চিহ্ন দেখা যায়। তাই বলা যায়, যাদের এ রোগ রয়েছে, তাদের শরীরের অন্য অংশের রক্তনালিগুলোও একইভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
জ্যানতলেজমার চিকিৎসা
জ্যানতলেজমা রোগের চিকিৎসায় প্রয়োজন সতর্কতা। এর জন্য প্রথমেই রক্তে লিপিডের মাত্রা পরিমাপ করা প্রয়োজন। আক্রান্ত ত্বকের চিকিৎসা সাধারণত সৌন্দর্যবর্ধনের কারণেই করা হয়। হলুদ পিণ্ডটি অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধি পায় ধীরে ধীরে। তবে কারও কারও ক্ষেত্রে ত্বকের অন্যান্য অংশেও এর বিস্তৃতি লক্ষ করা যায়।
অনেকভাবেই চিকিৎসা করা যায় এ রোগের। কেমিক্যাল পিলিং একটি জনপ্রিয় পদ্ধতি। ক্রায়োথেরাপির মাধ্যমে আক্রান্ত অংশের বেশির ভাগ দূর করা যায়। ইদানীং লেজার থেরাপিও ব্যবহৃত হচ্ছে। তবে মনে রাখতে হবে, সব ধরনের চিকিৎসায় বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। চিকিৎসার পর অনেকেরই ত্বকে দৃষ্টিকটুভাবে স্কার তৈরি হয়। আবার অনেকের আক্রান্ত ত্বক সাদা বা কালো রং ধারণ করে। অনেক ক্ষেত্রে চিকিৎসার পরও এই রোগ ফিরে আসে।
যা হোক, এই রোগের চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজন সার্বিক সচেতনতা। রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে হবে, খেতে হবে স্বাস্থ্যসম্মত খাবার এবং পরিমিত ব্যায়াম করতে হবে। নিয়মিত চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
লেখক: অধ্যাপক, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগবিশেষজ্ঞ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল
অনেকেরই চোখের পাতার ভেতরের কোণের দিকে ত্বকের ওপর হলুদ পিণ্ড দেখা যায়। এটি যেকোনো বয়সেই হতে পারে। তবে মধ্য বয়সে, বিশেষ করে নারীদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। এই রোগে আক্রান্ত ব্যক্তির ত্বকে জ্বালাপোড়া বা চুলকানিজাতীয় কোনো সমস্যা না থাকলেও মুখের সৌন্দর্যের জন্য এটি যথেষ্ট নেতিবাচক বিষয়।
রোগের কারণ
জ্যানতলেজমা রোগের সঠিক কারণ জানা না গেলেও এটা জানা যায়, অর্ধেকের বেশি রোগী রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল বহন করে। কারও কারও পরিবারে জেনেটিকভাবেই রক্তে উচ্চমাত্রার ট্রাইগ্লিসারাইড থাকে অথবা লাইপেজ নামের একটি এনজাইমের অভাব থাকে। এসব পরিবারে সচরাচর এ রকম রোগী দেখা যায়। কিছু ওষুধ, যেমন স্টেরয়েড সেবনের পর এ রোগের উপস্থিতি চোখে পড়ে। থাইরয়েড রোগ বা ডায়াবেটিসের রোগীদের মধ্যেও এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।
অন্য রোগের আশঙ্কা
জ্যানতলেজমা রোগীদের হৃদ্রোগ বা স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। কিছু রোগ যেমন—গ্যাস্ট্রিক এডিনোকারসিনোমাতে প্রাথমিক অবস্থায় ত্বকের এ রোগ দেখা দিতে পারে। তাই এ রোগ শুধু সৌন্দর্যের জন্য বিপৎসংকেত নয়; বরং জীবননাশী কিছু রোগেরও বিপৎসংকেত।
জ্যানতলেজমায় আক্রান্ত ত্বক আঙুল দিয়ে স্পর্শ করলে নরম রাবারের মতো বস্তু অনুভূত হয়। মূলত এই পিণ্ড বা চাকাটি কোলেস্টেরল দিয়ে তৈরি হয়। এর আশপাশের রক্তনালিগুলো পরীক্ষা করলে নালির গায়ে কোলেস্টেরল জমা হয়ে প্লাক তৈরি হওয়ার চিহ্ন দেখা যায়। তাই বলা যায়, যাদের এ রোগ রয়েছে, তাদের শরীরের অন্য অংশের রক্তনালিগুলোও একইভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
জ্যানতলেজমার চিকিৎসা
জ্যানতলেজমা রোগের চিকিৎসায় প্রয়োজন সতর্কতা। এর জন্য প্রথমেই রক্তে লিপিডের মাত্রা পরিমাপ করা প্রয়োজন। আক্রান্ত ত্বকের চিকিৎসা সাধারণত সৌন্দর্যবর্ধনের কারণেই করা হয়। হলুদ পিণ্ডটি অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধি পায় ধীরে ধীরে। তবে কারও কারও ক্ষেত্রে ত্বকের অন্যান্য অংশেও এর বিস্তৃতি লক্ষ করা যায়।
অনেকভাবেই চিকিৎসা করা যায় এ রোগের। কেমিক্যাল পিলিং একটি জনপ্রিয় পদ্ধতি। ক্রায়োথেরাপির মাধ্যমে আক্রান্ত অংশের বেশির ভাগ দূর করা যায়। ইদানীং লেজার থেরাপিও ব্যবহৃত হচ্ছে। তবে মনে রাখতে হবে, সব ধরনের চিকিৎসায় বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। চিকিৎসার পর অনেকেরই ত্বকে দৃষ্টিকটুভাবে স্কার তৈরি হয়। আবার অনেকের আক্রান্ত ত্বক সাদা বা কালো রং ধারণ করে। অনেক ক্ষেত্রে চিকিৎসার পরও এই রোগ ফিরে আসে।
যা হোক, এই রোগের চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজন সার্বিক সচেতনতা। রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে হবে, খেতে হবে স্বাস্থ্যসম্মত খাবার এবং পরিমিত ব্যায়াম করতে হবে। নিয়মিত চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
লেখক: অধ্যাপক, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগবিশেষজ্ঞ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল
আপনার কি চোখের পাতায় কাঁপুনির সমস্যা আছে? বা সোজা বাংলায় চোখ পিটপিট করে বা চোখের পাতা বারবার জড়িয়ে আসে? বেশির ভাগ ক্ষেত্রে এটি কোনো রোগের লক্ষণ নয়। সাধারণত উদ্বেগ, দুশ্চিন্তা, ক্লান্তি, ঘুমের ঘাটতি বা মানসিক চাপে এমন হতে পারে।
৬ ঘণ্টা আগেগবেষকেরা বলছেন, ওজন কমানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধের প্রভাবে মস্তিষ্কে পরিবর্তন আসে, যার কারণে বিষণ্নতার ঝুঁকি তৈরি হয়। এই ওষুধগুলো হরমোনে প্রভাব ফেলে, রক্তে চিনি নিয়ন্ত্রণ এবং ক্ষুধা দমন করে। তবে, গবেষণায় দেখা গেছে, এই ওষুধগুলো মস্তিষ্কের সেই অংশগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে...
৯ ঘণ্টা আগেপুরুষদের জন্য নতুন একটি জন্মনিরোধক আনার চেষ্টা করা হচ্ছে অনেক দিন ধরেই। অবশেষে হয়তো বিজ্ঞানীরা সফল হতে যাচ্ছেন। সাম্প্রতিক এক ‘ক্লিনিক্যাল ট্রায়ালে’ দেখা গেছে, পুরুষের শুক্রাণু নালিতে স্থাপনযোগ্য এই জন্মনিরোধক দুই বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে। এই জন্মনিরোধক স্থাপনে শরীরের হরমোনে কোনো পরিবর্তন আসে
১ দিন আগেআধুনিক সমাজে আমাদের একধরনের ব্যস্ততা আছে, তাড়া আছে। কোনো কিছুতেই যেন সময় হয়ে উঠছে না আমাদের। প্রতিদিন রান্না করার বিষয়টিও সেই সময়সংকটের মধ্যে পড়েছে। ফলে এখন এক দিনেই বেশি রান্নার পর একাধিক দিন গরম করে খাওয়ার অভ্যাস গড়ে উঠেছে। অথচ রান্না করা খাবার পুনরায় গরম করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে...
২ দিন আগে