Ajker Patrika

‘বিপ্লবের মাথায় ও বুকে আঘাত করে হত্যা করা হয়’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
‘বিপ্লবের মাথায় ও বুকে আঘাত করে হত্যা করা হয়’

জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। রোববার দুপুরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ এই তথ্য জানান। ময়নাতদন্ত শেষে নিহত বিপ্লবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও থেকে উদ্ধার হওয়া বিপ্লবের মরদেহ রোববার ভোরে শনাক্ত করে তার পরিবার। এরপর ময়নাতদন্তের কার্যক্রম শুরু করে চিকিৎসকেরা। দুপুরে ময়নাতদন্ত শেষে গণমাধ্যমে এক ব্রিফিং এ শেখ ফরহাদ বলেন, ‘বিপ্লবকে মাথায় ও বুকে আঘাত করে হত্যা করা হয়েছে। তাঁর মাথার পেছনে প্লেইন কোন সারফেস দিয়ে আঘাত করার আলামত পেয়েছি আমরা।’

ময়নাতদন্তের পরেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা মোহাম্মদপুরের দিকে রওনা হন। সেখানেই জাপান গার্ডেন সিটির মসজিদে আছরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

হাসপাতাল ত্যাগ করার আগে বিপ্লবের ছোট ভাইয়ের স্ত্রী নাহিদা ইসলাম বলেন, ‘৭ নভেম্বর কেরানীগঞ্জের বাসা থেকে বের হয় বিপ্লব। এরপর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ ছিল। ৯ নভেম্বর এই ঘটনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী দায়ের করি আমরা। গতকাল রাতে জানতে পারি পানগাঁও এর দিকে মরদেহ পাওয়া গেছে। তখনই সন্দেহ হলে এখানে এসে নিশ্চিত হই।’

বিপ্লবের পেশা সম্পর্কে জানতে চাইলে নাহিদা আরও বলেন, ‘তিনি আওয়ামী লীগের কৃষি উপকমিটির সদস্য ছিলেন বলে জানি। এর বাইরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কেরানীগঞ্জে কৃষি খামার তৈরী করেছিলেন। ব্যবসায়িক কাজে এখানেই বেশী সময় দিতেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত