Ajker Patrika

বিএনপির সমাবেশে পাতিলে পাতিলে খাবার, মাছ-মাংস-কলা: কাদের

গাজীপুর প্রতিনিধি
বিএনপির সমাবেশে পাতিলে পাতিলে খাবার, মাছ-মাংস-কলা: কাদের

বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে আজ শনিবার সিলেটে চলছে বিএনপির গণসমাবেশ। এই সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা সারা দেশ থেকে কাঁথা-বালিশ-বিছানা নিয়ে আসছে, সেখানে পাতিলে পাতিলে খাবার চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘কোথাও বিএনপির গণসমাবেশ হলে, তারা ৭ দিন আগে থেকে যাত্রা শুরু করে। কাঁথা-বালিশ-বিছানা নিয়ে তাদের নেতা-কর্মীরা সারা দেশ থেকে চলে যায়। সমাবেশে চলে পাতিলে পাতিলে খাবার। গরুর মাংস, খাসির মাংস, মাছের টুকরা-এ আর কত বলব? তারপরে আছে কলা। এই হলো খাবারের মেনু। ক্ষমতায় না থাকলেও ভালোই আছে বিএনপি। এখনো তারা ক্ষমতার রঙিন খোয়াব দেখছে। ক্ষমতার পরিবর্তন হলে নির্বাচনের মাধ্যমেই হতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো বিকল্প নেই।’

আজ শনিবার গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা নিজের টাকায় পদ্মা সেতু করে ফেললেন। চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার একমাত্র বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের জন্য প্রস্তুত। প্রস্তুত তরুণ প্রজন্মের ঢাকা গ্রিন প্রজেক্ট মেট্রোরেল। গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ছয় লেনের সড়ক উদ্বোধনের জন্য প্রস্তুত। ১০০ সেতু একদিনে উদ্বোধন করেছেন শেখ হাসিনা। সারা বিশ্ব বিস্মিত হয়েছে, সারা দেশ অবাক হয়েছে। ফখরুল এসব দেখে না। দিনের আলোতে সে অমাবস্যার অন্ধকার দেখে।’বিএনপি শুধু বলে, তাদের সমাবেশে মানুষের ঢল। আমরা বলি, ‘আরে গাজীপুরে এসে দেখে যাও। গাজীপুরে আসেন ফখরুল ভাই, জনতার

ঢল দেখে যান। আজকে গাজীপুরে শুধু মহানগরের মানুষের ঢল আর সিলেটে পাঁচটি জেলার মানুষের সম্মেলন। সেখানে সুরমা নদীর ঢল নেই। গাজীপুরে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ। মুক্তিযুদ্ধের সূচনা যেখান থেকে শুরু হয়েছিল সেই গাজীপুরে এসে মানুষের ঢল দেখে যান।’

গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনসম্মেলনে আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ও অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান গোলাপ এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন, এবিএম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম শামসুন নাহার ও অধ্যাপিকা রুমানা আলী টুসি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল প্রমুখ।

গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। সম্মেলন স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত