ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা কামাল উদ্দিন কামালসহ চারজনের নামে মামলা হয়েছে।
আজ শুক্রবার প্রথম প্রহরে নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন বলে ওসি অরবিন্দ সরকার জানা।
মামলায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল ছাড়াও তাঁর ছোট ভাই যুবলীগ কর্মী আনোয়ার উদ্দিনকেও আসামি করা হয়।
অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। এসআই সুব্রত মামলার তদন্ত করছেন। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈশ্বরদী ইপিজেড থেকে আসা এক লেগুনার বেপরোয়া গতিতে চলাচলে নিষেধ করেন কড়ইতলার স্থানীয় দোকানিরা। এ নিয়ে লেগুনাচালকের সঙ্গে সেখানে উপস্থিত দোকানি ও রিকশাচালকদের বাগ্বিতণ্ডা হয়।
এরই জের ধরে লেগুনাচালকের পক্ষে ঈশ্বরদী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন কামালের ছোট ভাই আনোয়ার তিনটি মোটরসাইকেলসহ দলবল নিয়ে এসে ওই দোকানি ও রিকশাচালকের ওপর চড়াও হন। একপর্যায়ে আনোয়ার গুলি ছুড়লে রিকশাচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হন।
এদিকে রিকশাচালক মামুনের খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ করেন নিহত রিকশাচালক মামুনের পরিবার ও আহত ব্যক্তিদের স্বজনসহ এলাকাবাসী। পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন।
পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা কামাল উদ্দিন কামালসহ চারজনের নামে মামলা হয়েছে।
আজ শুক্রবার প্রথম প্রহরে নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন বলে ওসি অরবিন্দ সরকার জানা।
মামলায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল ছাড়াও তাঁর ছোট ভাই যুবলীগ কর্মী আনোয়ার উদ্দিনকেও আসামি করা হয়।
অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। এসআই সুব্রত মামলার তদন্ত করছেন। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈশ্বরদী ইপিজেড থেকে আসা এক লেগুনার বেপরোয়া গতিতে চলাচলে নিষেধ করেন কড়ইতলার স্থানীয় দোকানিরা। এ নিয়ে লেগুনাচালকের সঙ্গে সেখানে উপস্থিত দোকানি ও রিকশাচালকদের বাগ্বিতণ্ডা হয়।
এরই জের ধরে লেগুনাচালকের পক্ষে ঈশ্বরদী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন কামালের ছোট ভাই আনোয়ার তিনটি মোটরসাইকেলসহ দলবল নিয়ে এসে ওই দোকানি ও রিকশাচালকের ওপর চড়াও হন। একপর্যায়ে আনোয়ার গুলি ছুড়লে রিকশাচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হন।
এদিকে রিকশাচালক মামুনের খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ করেন নিহত রিকশাচালক মামুনের পরিবার ও আহত ব্যক্তিদের স্বজনসহ এলাকাবাসী। পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন।
ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের তারাবর সংযোগকারী সুলতানা কামাল সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর গুরুত্বপূর্ণ অংশের কয়েকটি এক্সপানশন জয়েন্টের রাবার পুরোপুরি উঠে গেছে। এ ছাড়া জয়েন্ট ধরে রাখার চাপযুক্ত কংক্রিট ঢালাই নষ্ট হয়ে ইট-পাথর-বালু বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুর বিভিন্ন
২৬ মিনিট আগেপাহাড়-টিলা কাটা নিষিদ্ধ। পানির উৎস জলাধার-পুকুর ভরাটও নিষিদ্ধ। চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী দুই নিষেধাজ্ঞাই অমান্য করছেন। ইউনিয়ন পরিষদ ভবন সম্প্রসারণের জন্য পুকুর ভরাট করছেন তিনি। আর সে কাজ করতে মাটির জোগান আসছে পাহাড় কেটে।
৩৯ মিনিট আগেচট্টগ্রামে কাপাসগোলায় উন্মুক্ত নালায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ পড়ে শিশুমৃত্যুর ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে কার্যালয় দুটির বিষয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪৩ মিনিট আগেউত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না। হস্তান্তরের ৯ মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে সেবা চালু হয়নি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন বহুতল ভবনে। শূন্য ভবনে জমছে ধুলাবালু।
১ ঘণ্টা আগে