Ajker Patrika

সোনারগাঁয়ে নারীর গলাকাটা লাশ, পরিচয় মিলল এনআইডি থেকে

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৫: ১৩
সোনারগাঁয়ে নারীর গলাকাটা লাশ, পরিচয় মিলল এনআইডি থেকে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গজারিয়াপাড়া এলাকা থেকে রোজিনা আক্তার (৩৪) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকার এক খেলার মাঠে ওই নারীর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

রোজিনা আক্তার ঢাকার মিরপুরের দক্ষিণ কাটবাড়ী এলাকার আব্দুল হামিদের মেয়ে বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়ায় লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে জানায়। পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সঙ্গে থাকা এনআইডি কার্ডের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে তা জানার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত