কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় নিজ বাড়িতে গলায় ডিশের তার প্যাঁচানো অবস্থায় এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুজ্জামান।
আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলমাকান্দা শহরে ওই যুবলীগ নেতার মাছমহাল-সংলগ্ন বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবলীগ নেতার নাম মো আব্দুল আওয়াল (৪২)। তিনি ওই এলাকার মৃত কেফায়েত উল্লাহ টিপুর বড় ছেলে। আব্দুল আওয়াল কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সহসম্পাদক ছিলেন।
তাঁর স্ত্রীর নাম সেলিনা আক্তার। মরদেহ উদ্ধারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। এ বিষয়ে কলমাকান্দা থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সেলিনা আক্তারকে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
পুলিশ ও স্থানীয়রা বলছে, কিছুদিন ধরে স্ত্রী সেলিনা আক্তার ও আওয়ালের পরিবারের মধ্যে কলহ চলছিল। ঘটনার দিন তাঁর স্ত্রী সেলিনা আক্তার বাবার বাড়িতে ছিলেন। গতকাল সন্ধ্যায় নিহতের শোয়ার ঘরে ডিশের তার প্যাঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নিহতের ছোট ভাই রাসেল মিয়া আজকের পত্রিকাকে জানান, তিনি একটি ইফতার অনুষ্ঠান থেকে ফিরে জানতে পারেন তাঁর ভাই মারা গেছেন। তিনি এটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে হত্যাকারীকে শনাক্তের দাবি জানিয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’
নেত্রকোনার কলমাকান্দায় নিজ বাড়িতে গলায় ডিশের তার প্যাঁচানো অবস্থায় এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুজ্জামান।
আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলমাকান্দা শহরে ওই যুবলীগ নেতার মাছমহাল-সংলগ্ন বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবলীগ নেতার নাম মো আব্দুল আওয়াল (৪২)। তিনি ওই এলাকার মৃত কেফায়েত উল্লাহ টিপুর বড় ছেলে। আব্দুল আওয়াল কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সহসম্পাদক ছিলেন।
তাঁর স্ত্রীর নাম সেলিনা আক্তার। মরদেহ উদ্ধারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। এ বিষয়ে কলমাকান্দা থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সেলিনা আক্তারকে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
পুলিশ ও স্থানীয়রা বলছে, কিছুদিন ধরে স্ত্রী সেলিনা আক্তার ও আওয়ালের পরিবারের মধ্যে কলহ চলছিল। ঘটনার দিন তাঁর স্ত্রী সেলিনা আক্তার বাবার বাড়িতে ছিলেন। গতকাল সন্ধ্যায় নিহতের শোয়ার ঘরে ডিশের তার প্যাঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নিহতের ছোট ভাই রাসেল মিয়া আজকের পত্রিকাকে জানান, তিনি একটি ইফতার অনুষ্ঠান থেকে ফিরে জানতে পারেন তাঁর ভাই মারা গেছেন। তিনি এটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে হত্যাকারীকে শনাক্তের দাবি জানিয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’
ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের তারাবর সংযোগকারী সুলতানা কামাল সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর গুরুত্বপূর্ণ অংশের কয়েকটি এক্সপানশন জয়েন্টের রাবার পুরোপুরি উঠে গেছে। এ ছাড়া জয়েন্ট ধরে রাখার চাপযুক্ত কংক্রিট ঢালাই নষ্ট হয়ে ইট-পাথর-বালু বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুর বিভিন্ন
৩ ঘণ্টা আগেপাহাড়-টিলা কাটা নিষিদ্ধ। পানির উৎস জলাধার-পুকুর ভরাটও নিষিদ্ধ। চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী দুই নিষেধাজ্ঞাই অমান্য করছেন। ইউনিয়ন পরিষদ ভবন সম্প্রসারণের জন্য পুকুর ভরাট করছেন তিনি। আর সে কাজ করতে মাটির জোগান আসছে পাহাড় কেটে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামে কাপাসগোলায় উন্মুক্ত নালায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ পড়ে শিশুমৃত্যুর ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে কার্যালয় দুটির বিষয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩ ঘণ্টা আগেউত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না। হস্তান্তরের ৯ মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে সেবা চালু হয়নি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন বহুতল ভবনে। শূন্য ভবনে জমছে ধুলাবালু।
৪ ঘণ্টা আগে