নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম রুটের যাত্রীবাহী ট্রেন সোনার বাংলার সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রতিবেদনের ভিত্তিতে কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
স্টেশনমাস্টার ও সোনার বাংলা ট্রেনের চালকের ভুলের কারণে কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে সোনার বাংলা ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের তিন কর্মকর্তা এ কথা বলেছেন। এদিকে এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ওই তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম থেকে মালবাহী ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলস্টেশনে পৌঁছালে স্টেশন মাস্টার মো. সোহাগ লুপ লাইনে (চার নম্বর লাইন) ট্রেনটিকে দাঁড় করান। স্টেশন মাস্টারের উচিত ছিল যেহেতু ট্রেনটিকে লুপ লাইনে দাঁড় করিয়েছেন, সেহেতু পয়েন্ট মেশিন প্রধান লাইনের সঙ্গে যুক্ত করা। কিন্তু তিনি তা করেননি।
ওই সময় দীর্ঘক্ষণ স্টেশন এলাকায় বিদ্যুৎ ছিল না। সিগন্যাল সিস্টেমের ব্যাকআপ ব্যাটারিরও চার্জ ফুরিয়ে যাওয়ায় পুরো সিগন্যাল সিস্টেম অকার্যকর হয়ে পড়ে। চট্টগ্রাম থেকে সোনার বাংলা ট্রেনটিও ওই সময় হাসানপুর রেলস্টেশনে ঢুকছিল। তখন স্টেশন মাস্টার পয়েন্টম্যান বা স্টেশনে দায়িত্বরত কর্মচারী দিয়ে সোনার বাংলা ট্রেনটিকে স্টেশনে না ঢুকতে সংকেত দেওয়ার উদ্যোগ নিতে পারত। কিন্তু তিনি তাও করেননি।
অন্যদিকে সোনার বাংলা ট্রেনের চালক স্টেশনে ঢোকার যেহেতু কোনো সংকেত পাননি বা স্টেশনের সিগন্যাল সিস্টেম বন্ধ দেখেছেন তখন তিনি নিজ উদ্যোগে চলন্ত ট্রেনটি থামাতে পারতেন। কিন্তু ট্রেনচালক পুরো স্টেশন অন্ধকার দেখেও ট্রেন চালিয়ে যাওয়ার কারণে মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
যান্ত্রিক প্রকৌশলী বিভাগের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, চালু স্টেশন এলাকায় সাধারণত ট্রেনের স্পিড কমাতে হয়। কিন্তু সোনার বাংলা ট্রেনের চালক স্টেশন অতিক্রম করার সময় ৭০-৭১ স্পিডে ট্রেনটি নিয়ে যাচ্ছিলেন। তিনি একটু ধীরে ট্রেন চালালে ক্ষয়-ক্ষতির পরিমাণটা আরও কম হতো।
সূত্র জানিয়েছে, ওই সময় মালবাহী ট্রেনের গার্ড ব্রেক বগিতে পাঁচজন লোক ছিল। তারা সোনার বাংলা ট্রেনটি আসতে দেখে দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে। এতে তাদের জীবন রক্ষা পায়।
এদিকে সোনার বাংলা ট্রেন ও মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁদের তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে থাকা চার সদস্য হলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. জাহিদ হাসান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরান, বিভাগীয় সংকেত প্রকৌশলী জাহেদ আরেফিন পাটোয়ারি তন্ময় ও বিভাগীয় প্রকৌশলী-১ এম এ হাসান মুকুল।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে এই দুর্ঘটনায় সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে হাসানপুর স্টেশন মাস্টার মো. সোহাগ পলাতক রয়েছেন।
কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম রুটের যাত্রীবাহী ট্রেন সোনার বাংলার সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রতিবেদনের ভিত্তিতে কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
স্টেশনমাস্টার ও সোনার বাংলা ট্রেনের চালকের ভুলের কারণে কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে সোনার বাংলা ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের তিন কর্মকর্তা এ কথা বলেছেন। এদিকে এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ওই তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম থেকে মালবাহী ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলস্টেশনে পৌঁছালে স্টেশন মাস্টার মো. সোহাগ লুপ লাইনে (চার নম্বর লাইন) ট্রেনটিকে দাঁড় করান। স্টেশন মাস্টারের উচিত ছিল যেহেতু ট্রেনটিকে লুপ লাইনে দাঁড় করিয়েছেন, সেহেতু পয়েন্ট মেশিন প্রধান লাইনের সঙ্গে যুক্ত করা। কিন্তু তিনি তা করেননি।
ওই সময় দীর্ঘক্ষণ স্টেশন এলাকায় বিদ্যুৎ ছিল না। সিগন্যাল সিস্টেমের ব্যাকআপ ব্যাটারিরও চার্জ ফুরিয়ে যাওয়ায় পুরো সিগন্যাল সিস্টেম অকার্যকর হয়ে পড়ে। চট্টগ্রাম থেকে সোনার বাংলা ট্রেনটিও ওই সময় হাসানপুর রেলস্টেশনে ঢুকছিল। তখন স্টেশন মাস্টার পয়েন্টম্যান বা স্টেশনে দায়িত্বরত কর্মচারী দিয়ে সোনার বাংলা ট্রেনটিকে স্টেশনে না ঢুকতে সংকেত দেওয়ার উদ্যোগ নিতে পারত। কিন্তু তিনি তাও করেননি।
অন্যদিকে সোনার বাংলা ট্রেনের চালক স্টেশনে ঢোকার যেহেতু কোনো সংকেত পাননি বা স্টেশনের সিগন্যাল সিস্টেম বন্ধ দেখেছেন তখন তিনি নিজ উদ্যোগে চলন্ত ট্রেনটি থামাতে পারতেন। কিন্তু ট্রেনচালক পুরো স্টেশন অন্ধকার দেখেও ট্রেন চালিয়ে যাওয়ার কারণে মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
যান্ত্রিক প্রকৌশলী বিভাগের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, চালু স্টেশন এলাকায় সাধারণত ট্রেনের স্পিড কমাতে হয়। কিন্তু সোনার বাংলা ট্রেনের চালক স্টেশন অতিক্রম করার সময় ৭০-৭১ স্পিডে ট্রেনটি নিয়ে যাচ্ছিলেন। তিনি একটু ধীরে ট্রেন চালালে ক্ষয়-ক্ষতির পরিমাণটা আরও কম হতো।
সূত্র জানিয়েছে, ওই সময় মালবাহী ট্রেনের গার্ড ব্রেক বগিতে পাঁচজন লোক ছিল। তারা সোনার বাংলা ট্রেনটি আসতে দেখে দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে। এতে তাদের জীবন রক্ষা পায়।
এদিকে সোনার বাংলা ট্রেন ও মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁদের তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে থাকা চার সদস্য হলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. জাহিদ হাসান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরান, বিভাগীয় সংকেত প্রকৌশলী জাহেদ আরেফিন পাটোয়ারি তন্ময় ও বিভাগীয় প্রকৌশলী-১ এম এ হাসান মুকুল।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে এই দুর্ঘটনায় সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে হাসানপুর স্টেশন মাস্টার মো. সোহাগ পলাতক রয়েছেন।
একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ইউআইইউ থেকে ভিসি ও ১১জন বিভাগীয় প্রধান পদত্যাগের পর, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।
২৩ মিনিট আগেভোরের শান্ত শহর তখনো পুরো জেগে ওঠেনি। ঠিক সেই সময়, রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের ফুটপাতে একা দাঁড়িয়ে ছিলেন কলেজের এক প্রভাষক ফারহানা আক্তার জাহান। হাতে ট্রলি ব্যাগ, হৃদয়ে ছিল গন্তব্যে পৌঁছানোর তাড়না। হঠাৎ করেই ছুটে এল একটি সাদা প্রাইভেটকার। মুহূর্তের মধ্যে পাল্টে গেল দৃশ্যপট
১ ঘণ্টা আগেপটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে ট্রমায় ভেঙে পড়া লামিয়া শেষমেশ আত্মহত্যা করল ঢাকার আদাবরে। সহপাঠীদের হাতে নির্যাতনের শিকার হওয়ার পর সামাজিক চাপ ও কটূক্তির ভয়ে নিজেকে ঘরবন্দী করে রেখেছিল সে। মায়ের শত চেষ্টা সত্ত্বেও নতুন জীবন শুরু করা হয়নি লামিয়ার; তার মৃত্যু ঘিরে নতুন করে ক্ষোভ ও বিচার দাবি উঠে
১ ঘণ্টা আগেবেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উপাচার্য ও ১১ জন বিভাগীয় প্রধান পদত্যাগের পর তাঁদের মধ্য থেকে ১০ জন বিভাগীয় প্রধানের পদত্যাগ প্রত্যাহার দাবি করেছেন আন্দোলনরত একদল শিক্ষার্থী। আজ রোববার রাতে আন্দোলনরত একাধিক শিক্ষার্থী আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
১ ঘণ্টা আগে