চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুপুর ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে। হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্যাহ যান চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় চারলেন সড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে আটককে পড়া যাত্রীরা ভোগান্তিতে পড়তে হয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের চালক আসলাম মিয়া বলেন, ‘মহাসড়কের চৌদ্দগ্রামে সংঘর্ষের খবর আমরা জানতাম না। আমানগন্ডা এলাকায় এসে শুনেছি বাজারে দুই পক্ষের সংঘর্ষ চলছে। আমি প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকা পড়ে আছি।’
যানজটে আটকে থাকার সময় তিশা পরিবহনের যাত্রী সুমাইয়া সুলতানা বলেন, ‘সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে আছি। এতে করে আমাদের চরম কষ্ট হচ্ছে।’
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্যাহ বলেন, পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসায় মহাসড়কের যান চলাচল শুরু হয়েছে।
উল্লেখ্য, বিএনপি–জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারী ও পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা তমিজউদ্দিন সেলিমের পক্ষের নেতা–কর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। মঙ্গলবার সকালে কর্মসূচির শুরুতেই দোয়েল চত্বর সংলগ্ন এলাকায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িতে পড়ে। এতে মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয় এবং তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুপুর ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে। হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্যাহ যান চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় চারলেন সড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে আটককে পড়া যাত্রীরা ভোগান্তিতে পড়তে হয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের চালক আসলাম মিয়া বলেন, ‘মহাসড়কের চৌদ্দগ্রামে সংঘর্ষের খবর আমরা জানতাম না। আমানগন্ডা এলাকায় এসে শুনেছি বাজারে দুই পক্ষের সংঘর্ষ চলছে। আমি প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকা পড়ে আছি।’
যানজটে আটকে থাকার সময় তিশা পরিবহনের যাত্রী সুমাইয়া সুলতানা বলেন, ‘সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে আছি। এতে করে আমাদের চরম কষ্ট হচ্ছে।’
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্যাহ বলেন, পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসায় মহাসড়কের যান চলাচল শুরু হয়েছে।
উল্লেখ্য, বিএনপি–জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারী ও পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা তমিজউদ্দিন সেলিমের পক্ষের নেতা–কর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। মঙ্গলবার সকালে কর্মসূচির শুরুতেই দোয়েল চত্বর সংলগ্ন এলাকায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িতে পড়ে। এতে মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয় এবং তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের তারাবর সংযোগকারী সুলতানা কামাল সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর গুরুত্বপূর্ণ অংশের কয়েকটি এক্সপানশন জয়েন্টের রাবার পুরোপুরি উঠে গেছে। এ ছাড়া জয়েন্ট ধরে রাখার চাপযুক্ত কংক্রিট ঢালাই নষ্ট হয়ে ইট-পাথর-বালু বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুর বিভিন্ন
২ ঘণ্টা আগেপাহাড়-টিলা কাটা নিষিদ্ধ। পানির উৎস জলাধার-পুকুর ভরাটও নিষিদ্ধ। চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী দুই নিষেধাজ্ঞাই অমান্য করছেন। ইউনিয়ন পরিষদ ভবন সম্প্রসারণের জন্য পুকুর ভরাট করছেন তিনি। আর সে কাজ করতে মাটির জোগান আসছে পাহাড় কেটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে কাপাসগোলায় উন্মুক্ত নালায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ পড়ে শিশুমৃত্যুর ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে কার্যালয় দুটির বিষয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগেউত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না। হস্তান্তরের ৯ মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে সেবা চালু হয়নি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন বহুতল ভবনে। শূন্য ভবনে জমছে ধুলাবালু।
৩ ঘণ্টা আগে