Ajker Patrika

হালুয়াঘাটে হাতি তাড়ানোর ফাঁদে প্রাণ গেল যুবকের

হালুয়াঘাট প্রতিনিধি
হালুয়াঘাটে হাতি তাড়ানোর ফাঁদে প্রাণ গেল যুবকের

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্য হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে পড়ে আবু হানিফা (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকার সদর ইউনিয়নের পূর্ব গোবরাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে।

বন বিভাগ, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পাহাড়ি ৩০-৪০টি বন্য হাতির দল উপজেলার সদর, ভুবনকুড়া, গাজীরভিটা ইউনিয়নসহ পাশের ধোবাউড়া ও শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় সীমান্ত এলাকায় খাদ্যের সন্ধানে আসে। হাতির পালটি লোকালয়ে তাণ্ডব চালাচ্ছে। তাণ্ডব থেকে পেতে সদর ইউনিয়নের পূর্বগোবড়া কুড়া এলাকায় স্থানীয়রা তৈরি করে বৈদ্যুতিক ফাঁদ।

এদিকে আজ সকালে পাহাড়ি ঢাল থেকে গরু আনতে যায় আবু হানিফ। এ সময় দেখতে পান মাঠে থাকা গরু বৈদ্যুতিক ফাঁদে আটকে গেছে। পরে তিনি ফাঁদ থেকে গরুটি উদ্ধার করতে গেলে নিজেও বিদ্যুতায়িত হন। এলাকাবাসী পরে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশকে জানায়। পুলিশ মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত