নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ বুধবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) মো. ওমর ফারুক।
তিনি বলেন, ‘বেসরকারি লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলার নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটি উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে তদন্ত করবেন।’
২০০২ সালের ৪ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার রাগীব নগরে যাত্রা শুরু করে লিডিং ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২ হাজার ৬২৩ এবং স্থায়ী ও খণ্ডকালীন শিক্ষক ১১৭ জন। বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে ১৭টি প্রোগ্রাম চালু আছে।
ইউজিসি থেকে জানা যায়, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। কমিটির অপর দুই সদস্য হলেন ইউজিসির বেসরকারি শাখার উপপরিচালক মো. রোকনুজ্জামান ও সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
ইউজিসি সূত্র জানায়, চলতি মাসের ২৭ জুলাই লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে যাবে তদন্ত দল। ওই দিন সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এর আগে চলতি বছরের ১০ এপ্রিল ‘লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের স্তূপ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিচালনায় কোন নিয়মের তোয়াক্কা করেন না কাজী আজিজুল মাওলা। এ ছাড়া তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিদেশে পাচার, যুক্তরাষ্ট্রে বসে অফিস পরিচালনা, স্বজনপ্রীতি, ব্যক্তিগত ভ্রমণের নামে টিএ-ডিএ নেওয়াসহ অনেক অভিযোগ রয়েছে।
বেসরকারি লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ বুধবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) মো. ওমর ফারুক।
তিনি বলেন, ‘বেসরকারি লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলার নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটি উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে তদন্ত করবেন।’
২০০২ সালের ৪ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার রাগীব নগরে যাত্রা শুরু করে লিডিং ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২ হাজার ৬২৩ এবং স্থায়ী ও খণ্ডকালীন শিক্ষক ১১৭ জন। বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে ১৭টি প্রোগ্রাম চালু আছে।
ইউজিসি থেকে জানা যায়, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। কমিটির অপর দুই সদস্য হলেন ইউজিসির বেসরকারি শাখার উপপরিচালক মো. রোকনুজ্জামান ও সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
ইউজিসি সূত্র জানায়, চলতি মাসের ২৭ জুলাই লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে যাবে তদন্ত দল। ওই দিন সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এর আগে চলতি বছরের ১০ এপ্রিল ‘লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের স্তূপ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিচালনায় কোন নিয়মের তোয়াক্কা করেন না কাজী আজিজুল মাওলা। এ ছাড়া তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিদেশে পাচার, যুক্তরাষ্ট্রে বসে অফিস পরিচালনা, স্বজনপ্রীতি, ব্যক্তিগত ভ্রমণের নামে টিএ-ডিএ নেওয়াসহ অনেক অভিযোগ রয়েছে।
ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের তারাবর সংযোগকারী সুলতানা কামাল সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর গুরুত্বপূর্ণ অংশের কয়েকটি এক্সপানশন জয়েন্টের রাবার পুরোপুরি উঠে গেছে। এ ছাড়া জয়েন্ট ধরে রাখার চাপযুক্ত কংক্রিট ঢালাই নষ্ট হয়ে ইট-পাথর-বালু বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুর বিভিন্ন
৩ ঘণ্টা আগেপাহাড়-টিলা কাটা নিষিদ্ধ। পানির উৎস জলাধার-পুকুর ভরাটও নিষিদ্ধ। চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী দুই নিষেধাজ্ঞাই অমান্য করছেন। ইউনিয়ন পরিষদ ভবন সম্প্রসারণের জন্য পুকুর ভরাট করছেন তিনি। আর সে কাজ করতে মাটির জোগান আসছে পাহাড় কেটে।
৪ ঘণ্টা আগেচট্টগ্রামে কাপাসগোলায় উন্মুক্ত নালায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ পড়ে শিশুমৃত্যুর ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে কার্যালয় দুটির বিষয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ ঘণ্টা আগেউত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না। হস্তান্তরের ৯ মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে সেবা চালু হয়নি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন বহুতল ভবনে। শূন্য ভবনে জমছে ধুলাবালু।
৪ ঘণ্টা আগে