Ajker Patrika

লাকসামে ভাঙারি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৪: ২৮
লাকসামে ভাঙারি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লার লাকসামে আউয়াল হোসেন সিয়াম (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সিয়াম পৌরসভার কসাইখানা এলাকার সরাফত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিয়াম উপজেলার কালোরা খালপাড়ের হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে গেলে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁর সঙ্গী জাহাঙ্গীরসহ তাঁদের দুজনের ওপর হামলা চালানো হয়। এ সময় জাহাঙ্গীর দৌড়ে পালিয়ে গেলে সিয়ামকে ছুরিকাঘাতে হত্যা করেন সবুজ।

নিহত সিয়ামের বড় ভাই অলিউল্লাহ লিটন বলেন, ‘হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে গেলে আমার ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত