Ajker Patrika

দেউলিয়ার মুখে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ চীনা আবাসন কোম্পানি

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৫: ২৮
দেউলিয়ার মুখে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ চীনা আবাসন কোম্পানি

দেউলিয়া হওয়ার পথে চীনের অন্যতম বৃহত্তম আবাসন ব্যবসাপ্রতিষ্ঠান এভারগ্র্যান্ডে। তবে প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে আবেদন করেছে এর ঋণ পুনর্নবায়ন করতে, যা বিশ্বের ইতিহাসে অন্যতম বড় ঋণ পুনর্নবায়নের আবেদন। বিশ্লেষকেরা বলছেন, এই প্রতিষ্ঠানের সংকট ইঙ্গিত দেয় যে চীনা অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এভারগ্র্যান্ডের সংকট চীনা অর্থনীতির নজিরবিহীন সংকটের পোস্টারবয় হিসেবে প্রকাশ পেয়েছে। কারণ, চীনের আবাসন খাতে ব্যয় দেশটির মোট অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশ। এর আগেও এই খাত ২০২১ সালে তারল্যসংকটে ভুগেছে। 

এদিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের দেউলিয়াত্ব সংক্রান্ত বিধিমালার ১৫ অধ্যায়ের আওতায় সে দেশের আদালতের কাছে আরজি জানিয়েছে এভারগ্র্যান্ডে। এই বিধিমালা যুক্তরাষ্ট্রে নথিবদ্ধ নয়, কিন্তু ঋণদাতাদের সঙ্গে ঋণ পুনর্নবায়নের লক্ষ্যে আলাপ চালিয়ে যাচ্ছে এবং সেই অবস্থায় যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ স্থানান্তর করতে চায়।

বিষয়টির সঙ্গে জড়িত দুটি সূত্র জানিয়েছে, আপাতদৃষ্টিতে এই আবেদন নিয়মমাফিক। কিন্তু এই প্রতিষ্ঠানের প্রায় ৩০০ বিলিয়ন ডলার দায় রয়েছে, যার একাংশ আবার যুক্তরাষ্ট্রে পুনর্নবায়ন করার প্রচেষ্টা চলছে। তবে বিষয়টি খুব একটা সহজ হবে না। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ওই সূত্র দুটি নিজেদের নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে। 

এভারগ্র্যান্ডে আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, এভারগ্র্যান্ডের ৩০০ বিলিয়ন ডলার ঋণের মধ্যে অফশোর তথা বৈদেশিক ঋণই ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার। এই ঋণ পুনর্নবায়ন করতে চলতি মাসের শেষ দিকে প্রতিষ্ঠানটি ঋণদাতাদের সঙ্গে আলোচনায় বসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত