ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের পরিচালক ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। এ সংবাদ নিজেই ফেসবুকে নিশ্চিত করেছেন পরিচালক সৃজিত। তাঁর পরিচালিত ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই পরিচালক লিখেছেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কম যায় তাই প্লাটিলেট...#নিশ্চিত।’
পরিচালক সৃজিতের এমন পোস্টে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সৃজিতের পোস্টে মন্তব্য করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে এপার ওপারের অনেক তারকারা। অপর্ণা সেন লিখেছেন, ‘টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশি করি।’ তাঁর উত্তরে পরিচালক পাল্টা লিখেছেন, ‘এখনই নয়, কাল প্লাটিলেট চেক করে, স্যুটকেস গুছাব ভাবছি।’ বাংলাদেশি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘নিজের যত্ন নেবেন।’
কিছুদিন আগে নিজের ফেসবুকের পাতায় সৃজিত লিখেছিলেন ‘অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’ ঠিক কী হয়েছে জানতে খোঁজ নিয়ে জানা যায় তিনি তখন অসুস্থ। তখন সৃজিতের স্ত্রী ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, ‘বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’ তবে এখন জানা যাচ্ছ, তাঁর সেই জ্বর আসলে ডেঙ্গুর কারণেই হয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের পরিচালক ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। এ সংবাদ নিজেই ফেসবুকে নিশ্চিত করেছেন পরিচালক সৃজিত। তাঁর পরিচালিত ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই পরিচালক লিখেছেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কম যায় তাই প্লাটিলেট...#নিশ্চিত।’
পরিচালক সৃজিতের এমন পোস্টে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সৃজিতের পোস্টে মন্তব্য করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে এপার ওপারের অনেক তারকারা। অপর্ণা সেন লিখেছেন, ‘টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশি করি।’ তাঁর উত্তরে পরিচালক পাল্টা লিখেছেন, ‘এখনই নয়, কাল প্লাটিলেট চেক করে, স্যুটকেস গুছাব ভাবছি।’ বাংলাদেশি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘নিজের যত্ন নেবেন।’
কিছুদিন আগে নিজের ফেসবুকের পাতায় সৃজিত লিখেছিলেন ‘অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’ ঠিক কী হয়েছে জানতে খোঁজ নিয়ে জানা যায় তিনি তখন অসুস্থ। তখন সৃজিতের স্ত্রী ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, ‘বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’ তবে এখন জানা যাচ্ছ, তাঁর সেই জ্বর আসলে ডেঙ্গুর কারণেই হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলা জানান, বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি। কিন্তু পছন্দমতো কাউকে পাচ্ছেন না। আগ্রহীদের বায়োডাটা পাঠানোর কথাও বলেন তিনি। মিলার এমন মন্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
২ ঘণ্টা আগেপ্রায় দেড় বছর পর পর্দায় ফিরেছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। তবে নাটক নয়, উপস্থাপনা দিয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন উপস্থাপনাবিষয়ক রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং।
২ ঘণ্টা আগেঅনেক বছর ধরেই অস্ট্রেলিয়ায় থাকেন চিত্রনায়িকা শাবনূর। ২০২৩ সালের নভেম্বরে তিন বছর পর দেশে এসে দুই সিনেমার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী। একটি আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’, অন্যটি চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’।
১৫ ঘণ্টা আগে‘পরাণ’ মুক্তির পর বদলে যায় শরিফুল রাজের ভাগ্য। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হতে শুরু করেন। তবে অতিরিক্ত পারিশ্রমিক হাঁকানো নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও ছিলেন আলোচনার কেন্দ্রে। এসব কারণে খানিকটা ব্যাকফুটে চলে যেতে হয় রাজকে।
১৫ ঘণ্টা আগে