নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন করার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন সময় অনুযায়ী, এখন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত দেশীয় সংস্থাগুলো আবেদন করতে পারবে। এর আগে ২৫ নভেম্বর আবেদনের সময় শেষ হয়। ওই সময় পর্যন্ত কমবেশি ৪০টি সংস্থা আবেদন করে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা দেওয়া, নিরাপত্তা, ইমিগ্রেশন সুবিধাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি পর্যালোচনায় মঙ্গলবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে ইসি।
ইসির কর্মকর্তারা জানান, এ নির্বাচন পর্যবেক্ষণে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক অংশ নিক—এমনটিই চায় নির্বাচন কমিশন। এ জন্য তাঁদের আবেদনের সময়ও বাড়িয়ে ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কমিশন থেকে থেকেও ৩৪টি দেশ ও ৪টি সংস্থার ১১৪ জনকে নির্বাচন পর্যবেক্ষণে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় ১০০ জন এ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে।
বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা প্রক্রিয়াকরণ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে আজ কমিশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা নিয়ে সভার আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও সিভিল অ্যাভিয়েশন এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে ইসি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন করার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন সময় অনুযায়ী, এখন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত দেশীয় সংস্থাগুলো আবেদন করতে পারবে। এর আগে ২৫ নভেম্বর আবেদনের সময় শেষ হয়। ওই সময় পর্যন্ত কমবেশি ৪০টি সংস্থা আবেদন করে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা দেওয়া, নিরাপত্তা, ইমিগ্রেশন সুবিধাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি পর্যালোচনায় মঙ্গলবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে ইসি।
ইসির কর্মকর্তারা জানান, এ নির্বাচন পর্যবেক্ষণে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক অংশ নিক—এমনটিই চায় নির্বাচন কমিশন। এ জন্য তাঁদের আবেদনের সময়ও বাড়িয়ে ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কমিশন থেকে থেকেও ৩৪টি দেশ ও ৪টি সংস্থার ১১৪ জনকে নির্বাচন পর্যবেক্ষণে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় ১০০ জন এ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে।
বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা প্রক্রিয়াকরণ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে আজ কমিশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা নিয়ে সভার আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও সিভিল অ্যাভিয়েশন এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে ইসি।
পরিবেশগত বিবেচনায় দেশের ৫১টি পাথর কোয়ারির মধ্যে ১৭টির ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেদেশের আট জেলায় ঝড় ও বজ্রপাতে নারীসহ অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ঘর এবং গাছপালা ভেঙে যাওয়া, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
১ ঘণ্টা আগেমন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমের মূল দায়িত্ব জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগে। এর অতিরিক্ত হিসেবে তাঁকে প্রশাসন ও বিধি অনুবিভাগ, কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগ এবং অতিরিক্ত সচিবের দপ্তরও সামলাতে হচ্ছে। এই বিভাগের নিচের স্তরের অনেক কর্মকর্তাকেও একাধিক দায়িত্বে রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে১৭ হাজার ৭৭৭ জন মালয়েশিয়া যেতে না পারার পেছনে রিক্রুটিং এজেন্সির দায় রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত কমিটি। গতকাল রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। পরে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কী ব
৩ ঘণ্টা আগে