Ajker Patrika

তিন দিনে ১১ বাসে আগুন: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯: ০০
তিন দিনে ১১ বাসে আগুন: ফায়ার সার্ভিস

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা নবম দফা অবরোধের মধ্যে গত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে আগুন দিয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ড ঘটে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

ফায়ার সার্ভিস বলছে, এই কয় দিনে শুধু ঢাকা সিটিতে ৪ টি, গাজীপুরে ৫ টি, সিলেটে একটি ও দিনাজপুর একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি কাভার্ডভ্যান,৫টি বাস ও ৩টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ৯৬ জন মানুষ কাজ করে। 

এ ছাড়াও গত ২৮ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ২৪৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এবং সেগুলো নির্বাপণ ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগ এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে। 

অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে বাস ১৪৯টি, ট্রাক ৩৯টি, কাভার্ড ভ্যান ২০টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২২টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত