নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা কারাগারের বন্দী বিএনপি নেতা মতিবুল মণ্ডলের (৫৫) হাসপাতালে মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মতিবুল জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার বাসিন্দা এবং নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নওগাঁর জেল সুপার মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মতিবুল মণ্ডল গত ২৭ নভেম্বর জেল হাজতে আসেন। তিনি মারধর ও বিস্ফোরক মামলার আসামি ছিলেন। কারাগারে থাকা অবস্থায় গত ১৪ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কারা হাসপাতালেই ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫৬ মিনিটে তাঁর মৃত্যু হয়।
জেল সুপার নজরুল ইসলাম আরও বলেন, মতিবুল মণ্ডল আরটিআই (শ্বাসতন্ত্রের সংক্রমণ), হার্টের সমস্যাসহ তিন-চারটি রোগে ভুগছিলেন। শারীরিকভাবে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। ইতিমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে। দুপুরে তাঁর ছেলেসহ পরিবারের লোকজন এসেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পত্নীতলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ বলেন, ‘মতিবুল মণ্ডল পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নাশকতার মিথ্যা মামলায় তিনি কারাগারে ছিলেন। শুনেছি, অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।’
বিএনপির এই নেতার মৃত্যুতে শোক জানিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন রহমান বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে গত ২৬ নভেম্বর নজিপুর পুরোনো বাজার থেকে মতিবুল মণ্ডলকে পুলিশ আটক করে। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। আজ খবর পেয়ে হাসপাতালে তাঁর লাশ দেখতে এলামা। অকুতোভয় সৈনিক মতিবুল মণ্ডলের মৃত্যুতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’
নওগাঁ জেলা কারাগারের বন্দী বিএনপি নেতা মতিবুল মণ্ডলের (৫৫) হাসপাতালে মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মতিবুল জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার বাসিন্দা এবং নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নওগাঁর জেল সুপার মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মতিবুল মণ্ডল গত ২৭ নভেম্বর জেল হাজতে আসেন। তিনি মারধর ও বিস্ফোরক মামলার আসামি ছিলেন। কারাগারে থাকা অবস্থায় গত ১৪ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কারা হাসপাতালেই ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫৬ মিনিটে তাঁর মৃত্যু হয়।
জেল সুপার নজরুল ইসলাম আরও বলেন, মতিবুল মণ্ডল আরটিআই (শ্বাসতন্ত্রের সংক্রমণ), হার্টের সমস্যাসহ তিন-চারটি রোগে ভুগছিলেন। শারীরিকভাবে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। ইতিমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে। দুপুরে তাঁর ছেলেসহ পরিবারের লোকজন এসেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পত্নীতলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ বলেন, ‘মতিবুল মণ্ডল পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নাশকতার মিথ্যা মামলায় তিনি কারাগারে ছিলেন। শুনেছি, অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।’
বিএনপির এই নেতার মৃত্যুতে শোক জানিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন রহমান বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে গত ২৬ নভেম্বর নজিপুর পুরোনো বাজার থেকে মতিবুল মণ্ডলকে পুলিশ আটক করে। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। আজ খবর পেয়ে হাসপাতালে তাঁর লাশ দেখতে এলামা। অকুতোভয় সৈনিক মতিবুল মণ্ডলের মৃত্যুতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’
ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের তারাবর সংযোগকারী সুলতানা কামাল সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর গুরুত্বপূর্ণ অংশের কয়েকটি এক্সপানশন জয়েন্টের রাবার পুরোপুরি উঠে গেছে। এ ছাড়া জয়েন্ট ধরে রাখার চাপযুক্ত কংক্রিট ঢালাই নষ্ট হয়ে ইট-পাথর-বালু বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুর বিভিন্ন
২ ঘণ্টা আগেপাহাড়-টিলা কাটা নিষিদ্ধ। পানির উৎস জলাধার-পুকুর ভরাটও নিষিদ্ধ। চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী দুই নিষেধাজ্ঞাই অমান্য করছেন। ইউনিয়ন পরিষদ ভবন সম্প্রসারণের জন্য পুকুর ভরাট করছেন তিনি। আর সে কাজ করতে মাটির জোগান আসছে পাহাড় কেটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে কাপাসগোলায় উন্মুক্ত নালায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ পড়ে শিশুমৃত্যুর ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে কার্যালয় দুটির বিষয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগেউত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না। হস্তান্তরের ৯ মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে সেবা চালু হয়নি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন বহুতল ভবনে। শূন্য ভবনে জমছে ধুলাবালু।
৩ ঘণ্টা আগে