মারা গেছেন সালমান শাহর ‘স্বপ্নের ঠিকানা’ চলচ্চিত্রের পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। গতকাল বুধবার মধ্যরাতে হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই রাত ৩টার দিকে এম এ খালেকের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুর সংবাদটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা।
দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কয়েক দিন আগে ঢাকার মতিঝিলে এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। পেছন থেকে আরেকটি রিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। পরে ধরাধরি করে কয়েকজন পথচারী তাঁকে ঢাকার মধুবাগের বাসায় পৌঁছে দেন।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে নেন। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, এম এ খালেকের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছে। মাসখানেক ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দিন পাঁচেক আগে তাঁকে বাসায় আনা হয়।
১৯৯৫ সালের ১১ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সালমান শাহ ও শাবনূর জুটির ‘স্বপ্নের ঠিকানা’। এম এ খালেক পরিচালিত চলচ্চিত্রটি ব্যবসায়িক সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তাও লাভ করেন।
মারা গেছেন সালমান শাহর ‘স্বপ্নের ঠিকানা’ চলচ্চিত্রের পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। গতকাল বুধবার মধ্যরাতে হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই রাত ৩টার দিকে এম এ খালেকের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুর সংবাদটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা।
দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কয়েক দিন আগে ঢাকার মতিঝিলে এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। পেছন থেকে আরেকটি রিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। পরে ধরাধরি করে কয়েকজন পথচারী তাঁকে ঢাকার মধুবাগের বাসায় পৌঁছে দেন।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে নেন। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, এম এ খালেকের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছে। মাসখানেক ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দিন পাঁচেক আগে তাঁকে বাসায় আনা হয়।
১৯৯৫ সালের ১১ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সালমান শাহ ও শাবনূর জুটির ‘স্বপ্নের ঠিকানা’। এম এ খালেক পরিচালিত চলচ্চিত্রটি ব্যবসায়িক সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তাও লাভ করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলা জানান, বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি। কিন্তু পছন্দমতো কাউকে পাচ্ছেন না। আগ্রহীদের বায়োডাটা পাঠানোর কথাও বলেন তিনি। মিলার এমন মন্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
৫ ঘণ্টা আগেপ্রায় দেড় বছর পর পর্দায় ফিরেছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। তবে নাটক নয়, উপস্থাপনা দিয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন উপস্থাপনাবিষয়ক রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং।
৫ ঘণ্টা আগেঅনেক বছর ধরেই অস্ট্রেলিয়ায় থাকেন চিত্রনায়িকা শাবনূর। ২০২৩ সালের নভেম্বরে তিন বছর পর দেশে এসে দুই সিনেমার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী। একটি আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’, অন্যটি চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’।
১৮ ঘণ্টা আগে‘পরাণ’ মুক্তির পর বদলে যায় শরিফুল রাজের ভাগ্য। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হতে শুরু করেন। তবে অতিরিক্ত পারিশ্রমিক হাঁকানো নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও ছিলেন আলোচনার কেন্দ্রে। এসব কারণে খানিকটা ব্যাকফুটে চলে যেতে হয় রাজকে।
১৮ ঘণ্টা আগে