নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে নৌকার প্রার্থী এম এ লতিফের অনুসারীরা তিনটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে বন্দর থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ ছড়িয়ে পড়ে। এ আসনের স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হক সুমনের সমর্থকেরা সেসব কেন্দ্রে গিয়ে জড়ো হন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ উঠেছে, ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়। এই দুটি স্কুলে দ্বিতীয় তলাসহ তিনটি কেন্দ্র। এখানে রাত ২টার দিকে ঢুকে পড়েন এম এ লতিফের সমর্থক আজিম আর বাবর। স্থানীয়রা টের পেয়ে জিয়াউল হক সুমনের লোকজনকে খবর দেয়। পরে সুমনের লোকজন পুলিশকে খবর দেয়।
জিয়াউল হক সুমনের প্রধান নির্বাচন সমন্বয়ক এনাম মুনির আজকের পত্রিকাকে বলেন, ‘আজিম আর বাবর কেন্দ্র ঢুকে ভোট ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে আমাদের লোকজন ও পুলিশ গিয়ে তাঁদের তাড়িয়ে দেন।’
অভিযোগের বিষয়ে এম এ লতিফের মিডিয়া সেলের পরিচালক জাহেদুল ইসলাম দুর্লভ আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রে তো ব্যালট বক্স পৌঁছাবে সকালে। তারা যে বলল, আমাদের লোক কেন্দ্র দখল করতে গেছে, তাহলে তারা দখল করে কী করবে? আচ্ছা আমাদের লোক কেন্দ্রে গেছে। তাহলে ওতো রাতে তারা কী করতে গেছিল?
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রে বহিরাগত লোক ঢোকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। কেন্দ্রের বাইরে লোকজনের ভিড় দেখে পুলিশ সবাইকে তাড়িয়ে দেয়। জিয়াউল হক সুমনের সমর্থকরা অভিযোগ করেছে, এম এ লতিফের লোকজন কেন্দ্রে ঢুকেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’
এম এ লতিফ ২০০৮ সাল থেকে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য। ২০০৮ সালে মনোনয়ন পাওয়ার আগে আওয়ামী লীগের রাজনীতিতে তাঁকে সক্রিয় থাকতে দেখা যায়নি। ২০১৩ সালে লতিফ নগর আওয়ামী লীগ কমিটির সদস্যপদ পান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন নগর আওয়ামী লীগের দুই সহসভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে নৌকার প্রার্থী এম এ লতিফের অনুসারীরা তিনটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে বন্দর থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ ছড়িয়ে পড়ে। এ আসনের স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হক সুমনের সমর্থকেরা সেসব কেন্দ্রে গিয়ে জড়ো হন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ উঠেছে, ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়। এই দুটি স্কুলে দ্বিতীয় তলাসহ তিনটি কেন্দ্র। এখানে রাত ২টার দিকে ঢুকে পড়েন এম এ লতিফের সমর্থক আজিম আর বাবর। স্থানীয়রা টের পেয়ে জিয়াউল হক সুমনের লোকজনকে খবর দেয়। পরে সুমনের লোকজন পুলিশকে খবর দেয়।
জিয়াউল হক সুমনের প্রধান নির্বাচন সমন্বয়ক এনাম মুনির আজকের পত্রিকাকে বলেন, ‘আজিম আর বাবর কেন্দ্র ঢুকে ভোট ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে আমাদের লোকজন ও পুলিশ গিয়ে তাঁদের তাড়িয়ে দেন।’
অভিযোগের বিষয়ে এম এ লতিফের মিডিয়া সেলের পরিচালক জাহেদুল ইসলাম দুর্লভ আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রে তো ব্যালট বক্স পৌঁছাবে সকালে। তারা যে বলল, আমাদের লোক কেন্দ্র দখল করতে গেছে, তাহলে তারা দখল করে কী করবে? আচ্ছা আমাদের লোক কেন্দ্রে গেছে। তাহলে ওতো রাতে তারা কী করতে গেছিল?
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রে বহিরাগত লোক ঢোকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। কেন্দ্রের বাইরে লোকজনের ভিড় দেখে পুলিশ সবাইকে তাড়িয়ে দেয়। জিয়াউল হক সুমনের সমর্থকরা অভিযোগ করেছে, এম এ লতিফের লোকজন কেন্দ্রে ঢুকেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’
এম এ লতিফ ২০০৮ সাল থেকে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য। ২০০৮ সালে মনোনয়ন পাওয়ার আগে আওয়ামী লীগের রাজনীতিতে তাঁকে সক্রিয় থাকতে দেখা যায়নি। ২০১৩ সালে লতিফ নগর আওয়ামী লীগ কমিটির সদস্যপদ পান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন নগর আওয়ামী লীগের দুই সহসভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।
একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ইউআইইউ থেকে ভিসি ও ১১জন বিভাগীয় প্রধান পদত্যাগের পর, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগেভোরের শান্ত শহর তখনো পুরো জেগে ওঠেনি। ঠিক সেই সময়, রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের ফুটপাতে একা দাঁড়িয়ে ছিলেন কলেজের এক প্রভাষক ফারহানা আক্তার জাহান। হাতে ট্রলি ব্যাগ, হৃদয়ে ছিল গন্তব্যে পৌঁছানোর তাড়না। হঠাৎ করেই ছুটে এল একটি সাদা প্রাইভেটকার। মুহূর্তের মধ্যে পাল্টে গেল দৃশ্যপট
১ ঘণ্টা আগেপটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে ট্রমায় ভেঙে পড়া লামিয়া শেষমেশ আত্মহত্যা করল ঢাকার আদাবরে। সহপাঠীদের হাতে নির্যাতনের শিকার হওয়ার পর সামাজিক চাপ ও কটূক্তির ভয়ে নিজেকে ঘরবন্দী করে রেখেছিল সে। মায়ের শত চেষ্টা সত্ত্বেও নতুন জীবন শুরু করা হয়নি লামিয়ার; তার মৃত্যু ঘিরে নতুন করে ক্ষোভ ও বিচার দাবি উঠে
১ ঘণ্টা আগেবেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উপাচার্য ও ১১ জন বিভাগীয় প্রধান পদত্যাগের পর তাঁদের মধ্য থেকে ১০ জন বিভাগীয় প্রধানের পদত্যাগ প্রত্যাহার দাবি করেছেন আন্দোলনরত একদল শিক্ষার্থী। আজ রোববার রাতে আন্দোলনরত একাধিক শিক্ষার্থী আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
২ ঘণ্টা আগে