জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ হয়ে যাওয়ায় আপাতত তিহার জেলেই থাকতে হবে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, লোকসভা নির্বাচনের আগেই আবগারি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি দলের প্রধান কেজরিওয়াল। যদিও নির্বাচনের মাঝামাঝি অবস্থায়ই তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেই জামিনেরই মেয়াদ বাড়ানোর আবেদন এবার খারিজ হয়ে গেছে।
এর আগে গত রোববার অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আত্মসমর্পণ করে আবারও কারাগারে ফিরে গিয়েছিলেন তিনি। বুধবার নতুন করে জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর আবেদন করেছিলেন অসুস্থতার কারণ দেখিয়ে।
এবার জেলে ফিরে যাওয়ার আগে অনেকেই ভেবেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে স্ত্রী কিংবা দলের অন্য কোনো নেতাকে মুখ্যমন্ত্রী করে যাবেন কেজরিওয়াল। তবে তেমন কিছুই হয়নি। আম আদমি পার্টির পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে, আগের মতো জেলে বসেই সরকার চালাবেন তাদের নেতা।
তবে প্রশ্ন উঠেছে—জেলে যেহেতু মন্ত্রিসভার কোনো বৈঠক করা সম্ভব নয়, তাহলে জেলের ভেতর থেকে কীভাবে সরকার চালাবেন কেজরিওয়াল। আইন অনুযায়ী, অন্তত ২৫টি ক্ষেত্রে মন্ত্রী ও কর্মকর্তারা সরাসরি উপ-রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে পারবেন না মুখ্যমন্ত্রীর সই ছাড়া। সেই সই মুখ্যমন্ত্রী জেলে বসে কীভাবে করবেন?
ফাইল পাস না হলে সিদ্ধান্তও কার্যকর করতে পারবে না দিল্লির সরকার। তাই দিল্লির সরকার পরিচালনা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এ অবস্থায় সরকারি কাজে বিঘ্ন ঘটার কারণ দেখিয়ে উপ-রাজ্যপাল কেন্দ্রের কাছে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ হয়ে যাওয়ায় আপাতত তিহার জেলেই থাকতে হবে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, লোকসভা নির্বাচনের আগেই আবগারি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি দলের প্রধান কেজরিওয়াল। যদিও নির্বাচনের মাঝামাঝি অবস্থায়ই তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেই জামিনেরই মেয়াদ বাড়ানোর আবেদন এবার খারিজ হয়ে গেছে।
এর আগে গত রোববার অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আত্মসমর্পণ করে আবারও কারাগারে ফিরে গিয়েছিলেন তিনি। বুধবার নতুন করে জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর আবেদন করেছিলেন অসুস্থতার কারণ দেখিয়ে।
এবার জেলে ফিরে যাওয়ার আগে অনেকেই ভেবেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে স্ত্রী কিংবা দলের অন্য কোনো নেতাকে মুখ্যমন্ত্রী করে যাবেন কেজরিওয়াল। তবে তেমন কিছুই হয়নি। আম আদমি পার্টির পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে, আগের মতো জেলে বসেই সরকার চালাবেন তাদের নেতা।
তবে প্রশ্ন উঠেছে—জেলে যেহেতু মন্ত্রিসভার কোনো বৈঠক করা সম্ভব নয়, তাহলে জেলের ভেতর থেকে কীভাবে সরকার চালাবেন কেজরিওয়াল। আইন অনুযায়ী, অন্তত ২৫টি ক্ষেত্রে মন্ত্রী ও কর্মকর্তারা সরাসরি উপ-রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে পারবেন না মুখ্যমন্ত্রীর সই ছাড়া। সেই সই মুখ্যমন্ত্রী জেলে বসে কীভাবে করবেন?
ফাইল পাস না হলে সিদ্ধান্তও কার্যকর করতে পারবে না দিল্লির সরকার। তাই দিল্লির সরকার পরিচালনা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এ অবস্থায় সরকারি কাজে বিঘ্ন ঘটার কারণ দেখিয়ে উপ-রাজ্যপাল কেন্দ্রের কাছে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইরানের বন্দর শহীদ রাজায়ীতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে এবং আহত প্রায় ৮০০। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থাটির তথ্য অনুযায়ী, বিস্ফোরণের ২০ ঘণ্টা পরও পুরোপুরি নেভানো যায়নি আগুন। তবে এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
৩ মিনিট আগেইতালির রাজধানী রোমের সান্তা মারিয়া ম্যাজোরে গির্জায় ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ নেতা প্রয়াত পোপ ফ্রান্সিসের সমাধির ছবি প্রকাশ করা হয়েছে। পাথরের সমাধিটিতে তাঁর নাম লেখা। তার নিচে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি। সেটিতে একটি স্পটলাইটের আলো পড়েছে। সমাধিতে দেখা গেছে একটিমাত্র সাদা গোলাপ।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভ্যাটিকানের ব্যাসিলিকা প্রাসাদে আলোচনা করেছেন। ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে এই আলোচনা হয়। আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, তাঁর মনে হচ্ছে পুতিন ‘যুদ্ধ থামাতে চান না’
১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তান বলেছে, এই সিদ্ধান্ত পাকিস্তানের সঙ্গে ‘যুদ্ধ ঘোষণার’ শামিল। চিরবৈরী দুই দেশের এই উত্তেজনার মধ্যেই ভারতের ক্ষমতাসীন বিজেপির এক এমপি বাংলাদেশেও...
২ ঘণ্টা আগে