নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষা খাতে দুর্নীতি বন্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিভিন্ন সময় দেওয়া প্রতিবেদন ও সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ইউজিসি এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নূরুল হুদা।
গত ৩ জুন রিটটি করা হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আইনজীবী নূরুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে দীর্ঘদিন ধরে দুর্নীতি হয়ে আসছে। গত ৫ বছরে ২৭–৩০টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতি নিয়ে ইউজিসি তদন্ত করেছে। তারা রিপোর্ট দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। সেখানে দুর্নীতির প্রমাণ মেলার পরও শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। ব্যবস্থা না নেওয়ায় সেটা চ্যালেঞ্জ করে রিট করেছি।’
সরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষা খাতে দুর্নীতি বন্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিভিন্ন সময় দেওয়া প্রতিবেদন ও সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ইউজিসি এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নূরুল হুদা।
গত ৩ জুন রিটটি করা হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আইনজীবী নূরুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে দীর্ঘদিন ধরে দুর্নীতি হয়ে আসছে। গত ৫ বছরে ২৭–৩০টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতি নিয়ে ইউজিসি তদন্ত করেছে। তারা রিপোর্ট দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। সেখানে দুর্নীতির প্রমাণ মেলার পরও শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। ব্যবস্থা না নেওয়ায় সেটা চ্যালেঞ্জ করে রিট করেছি।’
সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
১১ ঘণ্টা আগেএই তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে না থাকলেও বাংলাদেশের সরকারি ও বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ‘আইকিএসির পেশাগত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী স্টাডি ট্যুরের আয়োজন করা হয়েছে।
১৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের আচরণবিধি কোনো প্রার্থী বা তাঁর পক্ষের কেউ ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। এ ছাড়া রাষ্ট্রীয় এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্য যেকোনো দণ্ডে তাঁকে দণ্ডিত করা...
১৫ ঘণ্টা আগে