Ajker Patrika

ধর্ষণের অভিযোগে ময়মনসিংহে কনটেন্ট ক্রিয়েটর ইসমাঈল আটক

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৮: ১০
ধর্ষণের অভিযোগে ময়মনসিংহে কনটেন্ট ক্রিয়েটর ইসমাঈল আটক

ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাটে ইসমাঈল হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে।

ইসমাঈল হালুয়াঘাট উপজেলার কালিয়ানী কান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটরের কাজ করেন। 

হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার রাতে এক নারীর অভিযোগের ভিত্তিতে ইসমাঈল হোসেনকে আটক করা হয়েছে। 

ওই নারী অভিযোগে উল্লেখ করেন, আনুমানিক এক বছর আগে ইসমাঈল তাকে বিয়ে করে। তবে, বাড়িতে তুলে নেয়নি। তাকে অনেকবার বলার পরেও কোনো পাত্তা না দেওয়ায় তিনি (নারী) থানায় ধর্ষণের অভিযোগ করেন।’ 

তিনি আরও বলেন, ইসমাঈল হোসেন পুলিশ হেফাজতে আছে। তবে, ওই নারী এখনো বিয়ের কোনো কাগজ দেখাতে পারেনি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত