নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা আন্দোলনকারীদের কাউকে আগামী চার সপ্তাহ সড়কে বসতে দেবে না পুলিশ। এর পরও যদি কোনো শিক্ষার্থী সড়ক অবরোধ করে জনদুর্ভোগ করে, তাহলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।
কয়েক দিন ধরে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে পুলিশ বাধা দিলেও তোয়াক্কা না করেই আন্দোলন চালিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল আপিল বিভাগের ঘোষণার পর আজ বৃহস্পতিবার বেলা ৩টার পর থেকে আবারও ‘বাংলা ব্লকেড’ পালনের ঘোষণা দিয়েছিলেন তাঁরা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিল পুলিশ।
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘আপিল বিভাগ সাবজেক্ট মেটারে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন। সাবজেক্ট মেটারে (বিষয়বস্তু) কোটা নেই, সেটিই চলবে। রায় পেলে আবেদন (লিভ টু আপিল) করব। তখন আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দেবেন। শিক্ষার্থীদের উদ্দেশে বলব, আর আন্দোলন করার যৌক্তিক কারণ নেই। আপনারা সবাই রাস্তা ছাড়েন। আর জনদুর্ভোগ করবেন না।’
কয়েক দিন ধরে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে পুলিশ বাধা দিলেও তোয়াক্কা না করেই আন্দোলন চালিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল আপিল বিভাগের ঘোষণার পর আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে আবারও ‘বাংলা ব্লকেড’ পালনের ঘোষণা দিয়েছিলেন তাঁরা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিল পুলিশ।
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘আপিল বিভাগ সাবজেক্ট মেটারে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন। সাবজেক্ট মেটারে (বিষয়বস্তু) কোটা নেই, সেটিই চলবে। রায় পেলে আবেদন (লিভ টু আপিল) করব। তখন আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দেবেন। শিক্ষার্থীদের উদ্দেশে বলব, আর আন্দোলন করার যৌক্তিক কারণ নেই। আপনারা সবাই রাস্তা ছাড়েন। আর জনদুর্ভোগ করবেন না।’
সর্বশেষ গতকাল বুধবার কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সড়কপথ, রেলপথ অবরোধ করে রাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা। এতে করে দুপুর থেকে দিনভর চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে রাজধানীতে জনজীবন প্রায় স্থবির হয়ে উঠেছিল।
আরও খবর পড়ুন:
কোটা আন্দোলনকারীদের কাউকে আগামী চার সপ্তাহ সড়কে বসতে দেবে না পুলিশ। এর পরও যদি কোনো শিক্ষার্থী সড়ক অবরোধ করে জনদুর্ভোগ করে, তাহলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।
কয়েক দিন ধরে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে পুলিশ বাধা দিলেও তোয়াক্কা না করেই আন্দোলন চালিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল আপিল বিভাগের ঘোষণার পর আজ বৃহস্পতিবার বেলা ৩টার পর থেকে আবারও ‘বাংলা ব্লকেড’ পালনের ঘোষণা দিয়েছিলেন তাঁরা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিল পুলিশ।
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘আপিল বিভাগ সাবজেক্ট মেটারে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন। সাবজেক্ট মেটারে (বিষয়বস্তু) কোটা নেই, সেটিই চলবে। রায় পেলে আবেদন (লিভ টু আপিল) করব। তখন আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দেবেন। শিক্ষার্থীদের উদ্দেশে বলব, আর আন্দোলন করার যৌক্তিক কারণ নেই। আপনারা সবাই রাস্তা ছাড়েন। আর জনদুর্ভোগ করবেন না।’
কয়েক দিন ধরে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে পুলিশ বাধা দিলেও তোয়াক্কা না করেই আন্দোলন চালিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল আপিল বিভাগের ঘোষণার পর আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে আবারও ‘বাংলা ব্লকেড’ পালনের ঘোষণা দিয়েছিলেন তাঁরা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিল পুলিশ।
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘আপিল বিভাগ সাবজেক্ট মেটারে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন। সাবজেক্ট মেটারে (বিষয়বস্তু) কোটা নেই, সেটিই চলবে। রায় পেলে আবেদন (লিভ টু আপিল) করব। তখন আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দেবেন। শিক্ষার্থীদের উদ্দেশে বলব, আর আন্দোলন করার যৌক্তিক কারণ নেই। আপনারা সবাই রাস্তা ছাড়েন। আর জনদুর্ভোগ করবেন না।’
সর্বশেষ গতকাল বুধবার কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সড়কপথ, রেলপথ অবরোধ করে রাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা। এতে করে দুপুর থেকে দিনভর চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে রাজধানীতে জনজীবন প্রায় স্থবির হয়ে উঠেছিল।
আরও খবর পড়ুন:
ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের তারাবর সংযোগকারী সুলতানা কামাল সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর গুরুত্বপূর্ণ অংশের কয়েকটি এক্সপানশন জয়েন্টের রাবার পুরোপুরি উঠে গেছে। এ ছাড়া জয়েন্ট ধরে রাখার চাপযুক্ত কংক্রিট ঢালাই নষ্ট হয়ে ইট-পাথর-বালু বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুর বিভিন্ন
৪ ঘণ্টা আগেপাহাড়-টিলা কাটা নিষিদ্ধ। পানির উৎস জলাধার-পুকুর ভরাটও নিষিদ্ধ। চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী দুই নিষেধাজ্ঞাই অমান্য করছেন। ইউনিয়ন পরিষদ ভবন সম্প্রসারণের জন্য পুকুর ভরাট করছেন তিনি। আর সে কাজ করতে মাটির জোগান আসছে পাহাড় কেটে।
৪ ঘণ্টা আগেচট্টগ্রামে কাপাসগোলায় উন্মুক্ত নালায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ পড়ে শিশুমৃত্যুর ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে কার্যালয় দুটির বিষয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ ঘণ্টা আগেউত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না। হস্তান্তরের ৯ মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে সেবা চালু হয়নি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন বহুতল ভবনে। শূন্য ভবনে জমছে ধুলাবালু।
৫ ঘণ্টা আগে