Ajker Patrika

নারী নেত্রীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১২: ২৫
নারী নেত্রীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা 

দেশের বিভিন্ন খাতে নেতৃত্ব দেওয়া নারীদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিভিন্ন খাতের ১৭ জন নারী প্রতিনিধি অংশ নিয়েছেন বলে জানা গেছে।  

বৈঠক সূত্রমতে, বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সহায়তার বিষয়েও আলোচনা হতে পারে। এ ছাড়া বিভিন্ন দুর্নীতি, অনিয়মের প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হতে পারে বৈঠক।  

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন ড. মুহাম্মদ ইউনূস। তারই অংশ হিসেবে নারী প্রতিনিধিদের সঙ্গে তিনি আজ বৈঠক করছেন।  

এ ছাড়া, আজ বিকেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত