নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ এবং তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা দেন।
নিষেধাজ্ঞার আদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিষেধাজ্ঞার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামের আবুল হাশেমের ছেলে হারুন অর রশিদ ও তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে দুদক ৩ সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করেছে। আবেদনকারী অনুসন্ধান কমিটির একজন সদস্য।
তিনি আবেদনে আরও বলেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি পালিয়ে গেলে তার অবৈধ সম্পদের তথ্য বের করার জন্য অনুসন্ধান কমিটির অনুসন্ধান ব্যাহত হবে। তাই হারুন অর রশিদ যাতে সপরিবারে বিদেশে পালাতে না পারেন সেজন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, তাদের বিষয়ে বিদেশ গমন রহিত করনের লক্ষ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতি আদেশ দেওয়া প্রয়োজন।
আবেদনকারীর পক্ষে দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে বিকেলে আদালত আদেশ দেন।
উল্লেখ্য, হারুন অর রশিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের হাওড়ে প্রেসিডেন্ট রিসোর্টসহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। পরে দুদক অনুসন্ধান কমিটি গঠন করে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ এবং তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা দেন।
নিষেধাজ্ঞার আদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিষেধাজ্ঞার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামের আবুল হাশেমের ছেলে হারুন অর রশিদ ও তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে দুদক ৩ সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করেছে। আবেদনকারী অনুসন্ধান কমিটির একজন সদস্য।
তিনি আবেদনে আরও বলেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি পালিয়ে গেলে তার অবৈধ সম্পদের তথ্য বের করার জন্য অনুসন্ধান কমিটির অনুসন্ধান ব্যাহত হবে। তাই হারুন অর রশিদ যাতে সপরিবারে বিদেশে পালাতে না পারেন সেজন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, তাদের বিষয়ে বিদেশ গমন রহিত করনের লক্ষ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতি আদেশ দেওয়া প্রয়োজন।
আবেদনকারীর পক্ষে দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে বিকেলে আদালত আদেশ দেন।
উল্লেখ্য, হারুন অর রশিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের হাওড়ে প্রেসিডেন্ট রিসোর্টসহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। পরে দুদক অনুসন্ধান কমিটি গঠন করে।
পরিবেশগত বিবেচনায় দেশের ৫১টি পাথর কোয়ারির মধ্যে ১৭টির ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগেদেশের আট জেলায় ঝড় ও বজ্রপাতে নারীসহ অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ঘর এবং গাছপালা ভেঙে যাওয়া, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
৪ ঘণ্টা আগেমন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমের মূল দায়িত্ব জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগে। এর অতিরিক্ত হিসেবে তাঁকে প্রশাসন ও বিধি অনুবিভাগ, কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগ এবং অতিরিক্ত সচিবের দপ্তরও সামলাতে হচ্ছে। এই বিভাগের নিচের স্তরের অনেক কর্মকর্তাকেও একাধিক দায়িত্বে রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে১৭ হাজার ৭৭৭ জন মালয়েশিয়া যেতে না পারার পেছনে রিক্রুটিং এজেন্সির দায় রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত কমিটি। গতকাল রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। পরে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কী ব
৫ ঘণ্টা আগে