Ajker Patrika

ইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির, সদস্যসচিব মতিয়ুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ০০
ইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির, সদস্যসচিব মতিয়ুর

নির্বাচন কমিশনে (ইসি) কর্মরত কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

আজ শনিবার এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

এতে ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মোহাম্মদ মনির হোসেনকে আহ্বায়ক এবং টাঙ্গাইল জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমানকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে। 

মোহাম্মদ মতিয়ুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেবে। 

উপসচিব মো. আতিয়ার রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান ও সিনিয়র সহকারী সচিব সাব্বির আহমদ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। 

এ ছাড়া উপসচিব (চলতি দায়িত্ব) সহিদ আব্দুস ছালাম, চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, বগুড়ার শেরপুর উপজেলা নির্বাচন অফিসার এ এস এম জাকির হোসেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মো. রশিদ মিয়া, মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক এ. এস. এম ইকবাল হাসান, বরগুনার বামনা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ সেখ, মতিঝিল থানা নির্বাচন অফিসার মোহাম্মদ আশফাকুর রহমান, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাচন অফিসার আল আমিন, দিনাজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন অফিসার খ. ম. আরিফুল ইসলাম, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল, সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক হোছাইন, সহকারী সচিব আরাফাত আল হোসাইনী, সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আল নোমান মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাচন অফিসার হাসান আল মাহমুদ ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রনি আহমেদকে সদস্য করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত