বার্ধক্য ঠেকিয়ে অমরত্ব পাওয়ার মিশনে নেমে দুনিয়া জুড়ে পরিচিতি পেয়েছেন টেক মিলিয়নিয়ার ব্রায়ান জনসন। ‘ব্লুপ্রিন্ট’ নামে এই কাজে নিবেদিত একটি প্রজেক্টও চালু করেছেন তিনি। দাবি করেছেন, ৪৭ বছর বয়স হলেও তিনি তাঁর জৈবিক বয়স ২০-এর কোঠায় নিয়ে এসেছেন। তবে জনসনের সর্বশেষ দাবিটি আরও চমকপ্রদ। তিনি জানিয়েছেন, তাঁর সুপার প্লাজমা ব্যবহার করে তাঁর বাবার বয়সও অন্তত ২৫ বছর কমে গেছে!
সম্প্রতি নিজের শরীর থেকে সংগ্রহ করা ‘সুপার ক্লিন প্লাজমা’ নিয়ে গর্ব করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন ব্রায়ান জনসন। গত রোববার (১৩ অক্টোবর) ওই পোস্টে জনসন জানান, তিনি তাঁর শরীরে ‘টোটাল প্লাজমা এক্সচেঞ্জ’ (টিপিই) পদ্ধতি প্রয়োগ করছেন। এই পদ্ধতির মাধ্যমে শরীর থেকে সমস্ত প্লাজমা সরিয়ে অ্যালবুমিন প্রতিস্থাপন করছেন। আর এই কাজটি তিনি করছেন মূলত শরীর থেকে বিষাক্ত সব বর্জ্য সরিয়ে দেওয়ার জন্য।
জনসন জানান, ব্লুপ্রিন্ট পদ্ধতির মাধ্যমে তিনি তাঁর শরীরের বয়স কমিয়েছেন। এই প্রকল্পের অধীনে তিনি একটি কঠোর ডায়েট এবং ব্যায়ামের রুটিন মেনে চলেন। ডাক্তার আর চিকিৎসা সরঞ্জাম সহ পুরো প্রক্রিয়াটির পেছনে তিনি বছরে ২০ লাখ ডলারের বেশি অর্থ ব্যয় করেন। বর্তমানে জনসন যে টিপিই পদ্ধতির মধ্যে আছেন সেটিও তাঁর বার্ধক্য ঠেকানোর মিশনে পরীক্ষামূলক হিসেবে কাজ করছে।
বার্ধক্য ঠেকিয়ে রাখার প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে টিপিই অন্যতম। এর মাধ্যমে সাধারণত রোগীর প্লাজমাকে অন্যজনের প্লাজমা কিংবা বিকল্প তরল দিয়ে প্রতিস্থাপন করা হয়। জনসনের ক্ষেত্রে তাঁর প্লাজমা যেমন প্রতিস্থাপিত হচ্ছে অ্যালবুমিন দিয়ে। অ্যালবুমিন হলো একটি প্রোটিন, যা লিভার কোষ দ্বারা নিঃসৃত হয়।
ব্রায়ান জনসন তাঁর এক্স পোস্টে জানিয়েছেন, তাঁর প্লাজমা দেখে অভিভূত হয়েছেন টিপিই পরিচালনা করা অপারেটর। তিনি লিখেছেন, ‘৯ বছর ধরে টিপিই করা অপারেটর বলেছেন, আমার প্লাজমাটি তার দেখা এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার।’
নিজের শরীরের প্লাজমাকে ‘তরল সোনা’ বলে অভিহিত করেন টেক উদ্যোক্তা। তিনি উল্লেখ করেছেন, তাঁর শরীর থেকে অতীতে এক লিটার প্লাজমা প্রতিস্থাপন করা হয়েছিল তাঁর বাবার শরীরে। সেই প্লাজমা পেয়ে তাঁর বাবার বার্ধক্যের হার অন্তত ২৫ বছর কমে গেছে।
এক্সের পোস্টে শরীর থেকে অপসারণ করা প্লাজমা ভরা একটি স্বচ্ছ ব্যাগ ধরে রাখা অবস্থায় নিজের একটি ছবিও শেয়ার করেছেন ব্রায়ান জনসন।
বার্ধক্য ঠেকিয়ে অমরত্ব পাওয়ার মিশনে নেমে দুনিয়া জুড়ে পরিচিতি পেয়েছেন টেক মিলিয়নিয়ার ব্রায়ান জনসন। ‘ব্লুপ্রিন্ট’ নামে এই কাজে নিবেদিত একটি প্রজেক্টও চালু করেছেন তিনি। দাবি করেছেন, ৪৭ বছর বয়স হলেও তিনি তাঁর জৈবিক বয়স ২০-এর কোঠায় নিয়ে এসেছেন। তবে জনসনের সর্বশেষ দাবিটি আরও চমকপ্রদ। তিনি জানিয়েছেন, তাঁর সুপার প্লাজমা ব্যবহার করে তাঁর বাবার বয়সও অন্তত ২৫ বছর কমে গেছে!
সম্প্রতি নিজের শরীর থেকে সংগ্রহ করা ‘সুপার ক্লিন প্লাজমা’ নিয়ে গর্ব করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন ব্রায়ান জনসন। গত রোববার (১৩ অক্টোবর) ওই পোস্টে জনসন জানান, তিনি তাঁর শরীরে ‘টোটাল প্লাজমা এক্সচেঞ্জ’ (টিপিই) পদ্ধতি প্রয়োগ করছেন। এই পদ্ধতির মাধ্যমে শরীর থেকে সমস্ত প্লাজমা সরিয়ে অ্যালবুমিন প্রতিস্থাপন করছেন। আর এই কাজটি তিনি করছেন মূলত শরীর থেকে বিষাক্ত সব বর্জ্য সরিয়ে দেওয়ার জন্য।
জনসন জানান, ব্লুপ্রিন্ট পদ্ধতির মাধ্যমে তিনি তাঁর শরীরের বয়স কমিয়েছেন। এই প্রকল্পের অধীনে তিনি একটি কঠোর ডায়েট এবং ব্যায়ামের রুটিন মেনে চলেন। ডাক্তার আর চিকিৎসা সরঞ্জাম সহ পুরো প্রক্রিয়াটির পেছনে তিনি বছরে ২০ লাখ ডলারের বেশি অর্থ ব্যয় করেন। বর্তমানে জনসন যে টিপিই পদ্ধতির মধ্যে আছেন সেটিও তাঁর বার্ধক্য ঠেকানোর মিশনে পরীক্ষামূলক হিসেবে কাজ করছে।
বার্ধক্য ঠেকিয়ে রাখার প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে টিপিই অন্যতম। এর মাধ্যমে সাধারণত রোগীর প্লাজমাকে অন্যজনের প্লাজমা কিংবা বিকল্প তরল দিয়ে প্রতিস্থাপন করা হয়। জনসনের ক্ষেত্রে তাঁর প্লাজমা যেমন প্রতিস্থাপিত হচ্ছে অ্যালবুমিন দিয়ে। অ্যালবুমিন হলো একটি প্রোটিন, যা লিভার কোষ দ্বারা নিঃসৃত হয়।
ব্রায়ান জনসন তাঁর এক্স পোস্টে জানিয়েছেন, তাঁর প্লাজমা দেখে অভিভূত হয়েছেন টিপিই পরিচালনা করা অপারেটর। তিনি লিখেছেন, ‘৯ বছর ধরে টিপিই করা অপারেটর বলেছেন, আমার প্লাজমাটি তার দেখা এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার।’
নিজের শরীরের প্লাজমাকে ‘তরল সোনা’ বলে অভিহিত করেন টেক উদ্যোক্তা। তিনি উল্লেখ করেছেন, তাঁর শরীর থেকে অতীতে এক লিটার প্লাজমা প্রতিস্থাপন করা হয়েছিল তাঁর বাবার শরীরে। সেই প্লাজমা পেয়ে তাঁর বাবার বার্ধক্যের হার অন্তত ২৫ বছর কমে গেছে।
এক্সের পোস্টে শরীর থেকে অপসারণ করা প্লাজমা ভরা একটি স্বচ্ছ ব্যাগ ধরে রাখা অবস্থায় নিজের একটি ছবিও শেয়ার করেছেন ব্রায়ান জনসন।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত সরকারের বয়ান নিয়ে সন্দিহান পাকিস্তান। ফলে এ ঘটনার তদন্তে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলোকে দেখতে চায় দেশটি। বিদ্যমান উত্তেজনা নিরসনে ইরানের মধ্যস্থতার প্রস্তাবকেও স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অন্যদিকে এ হামলায় জড়িত ষড়যন্ত্রকারীদে
২ ঘণ্টা আগেভয়াবহ শিকার কাশ্মীরের পেহেলগামে আবারও ফিরতে শুরু করেছেন পর্যটকেরা। সম্প্রতি গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে আসা ২৬ জন পর্যটক এই হামলায় প্রাণ হারান। কিন্তু এ ঘটনার পরেও কিছু পর্যটক তাদের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী আবারও সেখানে ঘুরতে এসেছেন। ঘুরতে আসা পর্যটকদের সবার মুখে প্রায় একই কথা শোনা
২ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভিতে চারজন অফিসারের ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে তাদেরকে কালো পোশাকে, চীনের পতাকা হাতে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের বিতর্কিত স্যান্ডি কেই রিফে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
৩ ঘণ্টা আগেপ্রতারক ও জালিয়াতদের কাছে বছরের পর বছর ধরে বিশ্বস্ত ও আস্থাভাজন ছিলেন এফবিআই-এর বিশেষ আর্ট ক্রাইম টিমের সদস্য রনি ওয়াকার। তবে তাঁর আসল পরিচয় ছিল গোপন। তিনি ছিলেন ছদ্মবেশী এক গোয়েন্দা।
৪ ঘণ্টা আগে