তারাপদ রায়

সম্পাদকীয়
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৭: ৩৯
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৭: ৩৯
তারাপদ রায়। ছবি: সংগৃহীত

তারাপদ রায় দুই বাংলার প্রতিষ্ঠিত কবি হলেও তাঁর জন্ম ও শৈশব-কৈশোরের দিনগুলো কেটেছে বাংলাদেশের টাঙ্গাইল শহরে। তিনি ১৯৩৬ সালের ১৭ নভেম্বর টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন টাঙ্গাইল জজকোর্টের আইনজীবী।

তারাপদ রায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী হাইস্কুল থেকে ১৯৫১ সালে ম্যাট্রিক পাস করেন। কলকাতায় গিয়ে মৌলানা আজাদ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি কিছুদিন উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় শিক্ষকতা করেন। তারপর সরকারি চাকরিতে যোগ দেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তার পদে। ১৯৯৪ সালে সেখান থেকে অবসর গ্রহণ করেন।

কলকাতায় গিয়ে লেখাপড়ার পাশাপাশি সাহিত্যচর্চা শুরু করে কবি হিসেবে খ্যাতি লাভ করেন তারাপদ। তাঁর প্রথম কবিতার বই ‘তোমার প্রতিমা’ প্রকাশিত হয় ১৯৬০ সালে।

তারাপদ বাংলা সাহিত্যে সার্থক রম্যরচয়িতাদের মধ্যে ছিলেন জনপ্রিয়। হালকা হাস্যরসের সঙ্গে পরিমিত তিক্তরস মিশিয়ে অসাধারণ এক সাহিত্য ভাষার স্রষ্টা তিনি। কবিতার পাশাপাশি লিখেছেন ছোটগল্প, রম্যরচনা, উপন্যাস, ভ্রমণকাহিনি, প্রবন্ধসহ প্রায় নানা বিষয়ে শতাধিক বই। নিজের আসল নাম ছাড়াও ‘গ্রন্থকীট’ ও ‘নক্ষত্র রায়’ ছদ্মনামে লিখতেন। সম্পাদনা করেছেন দুটি লিটল ম্যাগাজিন—‘পূর্ব মেঘ’ ও ‘কয়েকজন’।

বাংলাদেশে কাটানো তাঁর শৈশবের দিনগুলোকে স্মরণ করে বেশ কয়েকটি ছোট কবিতা রচনা করেছেন তিনি। তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনার মধ্যে রয়েছে ‘চারাবাড়ি পোড়াবাড়ি’র মতো উপন্যাস এবং ‘নীল দিগন্তে তখন ম্যাজিক’-এর মতো ভ্রমণকাহিনি।

তারাপদ রায় কলকাতায় স্থায়ী হলেও তাঁর মা-বাবা টাঙ্গাইলে বসবাস করতেন বলে বেশ কয়েকবার এখানে বেড়াতে এসেছেন। ২০০৭ সালের ২৫ আগস্ট তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত