সম্পাদকীয়
রমনার বটমূলে এখন প্রতিবছর ছায়ানটের বর্ষবরণ আমাদের ঐতিহ্যে পরিণত হয়েছে। কীভাবে এই বটমূলের (যদিও অশ্বত্থ গাছ, কিন্তু পঞ্চবটের সমাহারের একটি হওয়ায় তা নিপাতনে সিদ্ধ) সন্ধান পাওয়া গেল, সে কথাই বলা হচ্ছে এখন।
১৯৬৬ সালের দিকে বর্ষবরণের জন্য একটি বড় জায়গা পাওয়া যায় কি না, সে কথা ভাবলেন ছায়ানটের কর্তাব্যক্তিরা। কিন্তু কোথায় অনুষ্ঠান করলে ভালো হয়, সেটা ভেবে বের করা যাচ্ছে না। সে সময় বিদেশ থেকে ফিরলেন নওয়াজেশ আহমদ। ওয়াহিদুল হক বললেন, ‘এই তো নওয়াজেশকে পাওয়া গেছে। আপনি তো ছবি তোলার নেশায় অনেক ঘুরে বেড়ান। নববর্ষের অনুষ্ঠানের উপযুক্ত একটা খোলা জায়গার খোঁজ দেন তো আমাদের।’
নওয়াজেশ আহমদ একদিন ছায়ানটের কর্তাব্যক্তিদের নিয়ে এলেন রমনা রেস্তোরাঁর দিকে। সেখানেই খুঁজে পাওয়া গেল এই রমনা বটমূল।
নওয়াজেশ আহমদের জন্ম ১৯৩৫ সালের ১ ফেব্রুয়ারি। মূলত তিনি উদ্ভিদ জিনতত্ত্ব বিজ্ঞানী। আলোকচিত্রী হিসেবে তাঁর সুনাম অনেক। ১৯৬০ সালে তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ জিনতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের চা-বাগানে চায়ের রকমফের নিয়ে তিনি গবেষণা করেন দীর্ঘকাল। ১৯৭৯ সাল থেকে তিনি ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কৃষি উপদেষ্টা। চাকরিজীবনের চেয়ে আকর্ষণীয় ছিল তাঁর নিসর্গপ্রীতি ও ফটোগ্রাফি। পৃথিবীর বহু দেশে তাঁর আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। তাঁর ছবি মুদ্রিত হয়েছে সানডে টাইমস, গার্ডিয়ান, ফোকাস বাংলা, ব্যাংকক পোস্ট, ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর মতো সংবাদপত্র ও সাময়িকীতে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চা-বোর্ডের চাকরিতে ইস্তফা দিয়ে ইংল্যান্ডের লন্ডনে চলে যান। সেখানে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে প্রবাসী বাঙালিদের আন্দোলনে যোগ দেন। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যান এবং আলোকচিত্র ও স্লাইড শোর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির কর্মসূচি গ্রহণ করেন।
নওয়াজেশ আহমদের অনেকগুলো উল্লেখযোগ্য ফটো অ্যালবাম রয়েছে। এর মধ্যে ‘বাংলাদেশ’ নামের অ্যালবামটি উল্লেখযোগ্য। তিনি ২০০৯ সালের ২৪ নভেম্বর মারা যান।
রমনার বটমূলে এখন প্রতিবছর ছায়ানটের বর্ষবরণ আমাদের ঐতিহ্যে পরিণত হয়েছে। কীভাবে এই বটমূলের (যদিও অশ্বত্থ গাছ, কিন্তু পঞ্চবটের সমাহারের একটি হওয়ায় তা নিপাতনে সিদ্ধ) সন্ধান পাওয়া গেল, সে কথাই বলা হচ্ছে এখন।
১৯৬৬ সালের দিকে বর্ষবরণের জন্য একটি বড় জায়গা পাওয়া যায় কি না, সে কথা ভাবলেন ছায়ানটের কর্তাব্যক্তিরা। কিন্তু কোথায় অনুষ্ঠান করলে ভালো হয়, সেটা ভেবে বের করা যাচ্ছে না। সে সময় বিদেশ থেকে ফিরলেন নওয়াজেশ আহমদ। ওয়াহিদুল হক বললেন, ‘এই তো নওয়াজেশকে পাওয়া গেছে। আপনি তো ছবি তোলার নেশায় অনেক ঘুরে বেড়ান। নববর্ষের অনুষ্ঠানের উপযুক্ত একটা খোলা জায়গার খোঁজ দেন তো আমাদের।’
নওয়াজেশ আহমদ একদিন ছায়ানটের কর্তাব্যক্তিদের নিয়ে এলেন রমনা রেস্তোরাঁর দিকে। সেখানেই খুঁজে পাওয়া গেল এই রমনা বটমূল।
নওয়াজেশ আহমদের জন্ম ১৯৩৫ সালের ১ ফেব্রুয়ারি। মূলত তিনি উদ্ভিদ জিনতত্ত্ব বিজ্ঞানী। আলোকচিত্রী হিসেবে তাঁর সুনাম অনেক। ১৯৬০ সালে তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ জিনতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের চা-বাগানে চায়ের রকমফের নিয়ে তিনি গবেষণা করেন দীর্ঘকাল। ১৯৭৯ সাল থেকে তিনি ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কৃষি উপদেষ্টা। চাকরিজীবনের চেয়ে আকর্ষণীয় ছিল তাঁর নিসর্গপ্রীতি ও ফটোগ্রাফি। পৃথিবীর বহু দেশে তাঁর আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। তাঁর ছবি মুদ্রিত হয়েছে সানডে টাইমস, গার্ডিয়ান, ফোকাস বাংলা, ব্যাংকক পোস্ট, ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর মতো সংবাদপত্র ও সাময়িকীতে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চা-বোর্ডের চাকরিতে ইস্তফা দিয়ে ইংল্যান্ডের লন্ডনে চলে যান। সেখানে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে প্রবাসী বাঙালিদের আন্দোলনে যোগ দেন। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যান এবং আলোকচিত্র ও স্লাইড শোর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির কর্মসূচি গ্রহণ করেন।
নওয়াজেশ আহমদের অনেকগুলো উল্লেখযোগ্য ফটো অ্যালবাম রয়েছে। এর মধ্যে ‘বাংলাদেশ’ নামের অ্যালবামটি উল্লেখযোগ্য। তিনি ২০০৯ সালের ২৪ নভেম্বর মারা যান।
প্রকৃত নাম জন গ্রিফিথ চেইনে হলেও জ্যাক লন্ডন নামে খ্যাতি পেয়েছেন এই বিখ্যাত মার্কিন লেখক। তাঁর জন্ম ১৮৭৬ সালের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
১৬ ঘণ্টা আগেআবদুস সালাম ছিলেন বিজ্ঞানে নোবেল পাওয়া প্রথম মুসলিম এবং প্রথম পাকিস্তানি বিজ্ঞানী। পাকিস্তানি এই তাত্ত্বিক পদার্থবিদ ইলেক্ট্রোউইক ইউনিফিকেশন থিওরির জন্য নোবেল পুরস্কার পান।
২ দিন আগেঢাকা কলেজ, এ দেশের শিক্ষা ইতিহাসেই শুধু নয়, জাতির ইতিহাসেরও এক অনন্য অধ্যায়ের সঙ্গে জড়িত এক নাম। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এ কলেজের ছাত্রদের অবদান অনস্বীকার্য। এ কলেজের কৃ
২ দিন আগে‘ভাষাকন্যা’ হিসেবে খ্যাত সুফিয়া আহমেদের জন্ম ১৯৩২ সালের ২০ নভেম্বর ফরিদপুরে। ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এই ছাত্রী একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গকারীদের মধ্যে অন্যতম। সেদিন তিনি পুলিশি নির্যাতনে আহত হন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য...
৩ দিন আগে