সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু না রাখলে রেমিট্যান্স বন্ধের হুমকি

নিজস্ব প্রতিবেদক সিলেট 
Thumbnail image
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট নিরবচ্ছিন্নভাবে চালু রাখার দাবি জানিয়েছে ইউকে এনআরবি সোসাইটি। সিলেটের পূর্ব জিন্দাবাজার এলাকার একটি রেস্টুরেন্টে গত শনিবার রাতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট নিয়ে যুক্তরাজ্যপ্রবাসীদের সঙ্গে কোনো টালবাহানা বা নাটকীয়তা সহ্য করা হবে না। প্রয়োজনে নর্থ ইংল্যান্ডে অবস্থানরত সিলেটিদের নিয়ে ঐক্যবদ্ধভাবে রেমিট্যান্স বন্ধ করে দেওয়া হবে।

ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম আহমদ জুনেদ বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২০ সালে সিলেট-ম্যানচেস্টার রুটে দ্বিতীয় দফায় বিমানের ফ্লাইট চালু হয়। এ রুটে নর্থ ইংল্যান্ডের ম্যানচেস্টার, লুটন, বার্মিংহাম, ওয়েলস, স্কটল্যান্ডসহ বিভিন্ন এলাকার প্রায় তিন লাখ সিলেটি যাতায়াত করেন। ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে ১০ ঘণ্টায় আমরা সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে পারি। কিন্তু প্রায় দুই মাস আগে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ হঠাৎ করে এ রুটের ফ্লাইটের অনলাইন টিকিটিং সিস্টেম বাতিল করে দেয়। পরে জানতে পারি, এই রুটকে অলাভজনক দেখিয়ে টিকিটিং বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় ম্যানচেস্টারে কয়েক শ প্রবাসী একত্র হয়ে প্রতিবাদ জানাই। একই সঙ্গে ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস ও বিমানের কর্মকর্তাদের স্মারকলিপি দিই। চলতি বছরের প্রথম দিকে দেশে এসে বিমান বাংলাদেশের চেয়ারম্যান, এমডিসহ সংশ্লিষ্টদের সঙ্গে দেখা করে দাবি তুলে ধরি।’

এম আহমদ জুনেদ বলেন, ‘বর্তমানে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালু আছে। জানতে পেরেছি, আগামী হজ মৌসুমের জন্য এই দুটি ফ্লাইট বন্ধ রাখতে চাচ্ছে বিমান। এ ক্ষেত্রে আমাদের দাবি, পবিত্র হজের জন্য একটি ফ্লাইট নিয়ে অন্যটি চালু রাখা হোক। কারণ, ঈদুল আজহায় বিপুলসংখ্যক প্রবাসী সিলেটে আসেন। একসঙ্গে দুটি ফ্লাইট বাতিল করা হলে তাঁরা চরম ভোগান্তিতে পড়বেন।’

রুটটি অলাভজনক নয় দাবি করে বক্তারা বলেন, কিছু মধ্যস্বত্বভোগীর কারণে যাত্রীরা বেশি টাকা দিয়ে টিকিট কেনার পরও বিমান কেন সেই টাকা পায় না, সেটি তাদেরই খুঁজে বের করতে হবে। কিন্তু ফ্লাইট নিয়ে টালবাহানা করলে রেমিট্যান্স বন্ধ করে দেবেন প্রবাসীরা। ফলে দ্রুত অনলাইন টিকিটিং সিস্টেম চালু করে প্রবাসীদের শঙ্কা দূর করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিকে বাংলাদেশি-রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি: অমিত শাহ

মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা রেলকর্মীদের

গবাদিপশুজাত পণ্য আমদানি বন্ধ করল চীন, প্রভাব পড়বে বাংলাদেশেও

গ্রেপ্তার সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের পক্ষে জাতিসংঘে অভিযোগ

ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আলাদা ভর্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত