নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে দুই ট্রলারের সংঘর্ষে আ. রহমান সরদার (৩৫) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। বেপরোয়া গতিতে নৌযান চালানোয় হিজলা থানায় আজ রোববার এ মামলা করেন নিহতের বড় ভাই।
আজ রোববার বাদ আসর টেকেরহাট বাজার বড় জামে মসজিদের সামনে আ. রহমান সরদারের জানাজা সম্পন্ন হয়। এর আগে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে।
নিহত রহমান সরদারের বাড়ি হিজলার মেমানিয়ায়। তিনি ওই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আ. রাজ্জাক সরদারের ছেলে। তিনি বিএনপির কর্মী ছিলেন।
নিহত রহমানের ভাই সোলায়মান সরদার বলেন, পারিবারিক গোরস্থানে তার ভাইকে দাফন করা হয়েছে।
সোলায়মান আরও বলেন, ভাইয়ের ওপর বেপরোয়া গতির ট্রলারে উঠিয়ে দিয়েছে। এ ধরনের বেপরোয়া নৌযান চালকদের বিচার হওয়া উচিত। এজন্য হত্যা মামলা করেছেন তাঁর বড় ভাই বোরহান।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হিজলায় আকিকার অনুষ্ঠানে যাওয়ার পথে গতকাল শনিবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।
গতকালের দুর্ঘটনায় আহত মাহাতাব সিকদার বলেন, তারা একটি সামাজিক অনুষ্ঠানে (আকিকা) গিয়ে পথিমধ্যে মেঘনার শাখা নদীতে হঠাৎ একটি জেলেদের ট্রলারের সামনে পড়েন। একপর্যায়ে তাদের বহনকারী ট্রলারের মুখোমুখি চলে আসে জেলের ট্রলারটি। সন্ধ্যা হয়ে যাওয়ায় মাঝি খেয়াল করতে পারেনি। যে কারণে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রহমান।
মাহতাব আরও জানান, তাদের সঙ্গী আমিনুল মুন্সির নাতির আকিকা উপলক্ষে ছোট পরিসরে হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদারের ইটের ভাটায় খাওয়াদাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনায় সব ওলটপালট হয়ে যায়।
স্থানীয়রা জানান, নদীতে অবৈধ ভাবে ইলিশ শিকার করে জেলেরা। যখন উপজেলা মৎস্য সংরক্ষণ অভিযানের কর্মকর্তারা স্পিডবোড নিয়ে তাদের তাড়া দেয় তখন তারা প্রশাসনের কাছ থেকে বাঁচতে এলোপাতাড়ি ট্রলার চালায়। দুর্ঘটনার সময়ও এমন কিছু ঘটতে পারে।
হিজলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বেপরোয়া গতিতে নৌযান চালিয়ে আ. রহমান নিহতের ঘটনায় তার ভাই বোরহান উদ্দিন সরদার আজ রোববার হত্যা মামলা করেছেন। মামলায় আসামি অজ্ঞাতনামা।
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে দুই ট্রলারের সংঘর্ষে আ. রহমান সরদার (৩৫) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। বেপরোয়া গতিতে নৌযান চালানোয় হিজলা থানায় আজ রোববার এ মামলা করেন নিহতের বড় ভাই।
আজ রোববার বাদ আসর টেকেরহাট বাজার বড় জামে মসজিদের সামনে আ. রহমান সরদারের জানাজা সম্পন্ন হয়। এর আগে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে।
নিহত রহমান সরদারের বাড়ি হিজলার মেমানিয়ায়। তিনি ওই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আ. রাজ্জাক সরদারের ছেলে। তিনি বিএনপির কর্মী ছিলেন।
নিহত রহমানের ভাই সোলায়মান সরদার বলেন, পারিবারিক গোরস্থানে তার ভাইকে দাফন করা হয়েছে।
সোলায়মান আরও বলেন, ভাইয়ের ওপর বেপরোয়া গতির ট্রলারে উঠিয়ে দিয়েছে। এ ধরনের বেপরোয়া নৌযান চালকদের বিচার হওয়া উচিত। এজন্য হত্যা মামলা করেছেন তাঁর বড় ভাই বোরহান।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হিজলায় আকিকার অনুষ্ঠানে যাওয়ার পথে গতকাল শনিবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।
গতকালের দুর্ঘটনায় আহত মাহাতাব সিকদার বলেন, তারা একটি সামাজিক অনুষ্ঠানে (আকিকা) গিয়ে পথিমধ্যে মেঘনার শাখা নদীতে হঠাৎ একটি জেলেদের ট্রলারের সামনে পড়েন। একপর্যায়ে তাদের বহনকারী ট্রলারের মুখোমুখি চলে আসে জেলের ট্রলারটি। সন্ধ্যা হয়ে যাওয়ায় মাঝি খেয়াল করতে পারেনি। যে কারণে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রহমান।
মাহতাব আরও জানান, তাদের সঙ্গী আমিনুল মুন্সির নাতির আকিকা উপলক্ষে ছোট পরিসরে হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদারের ইটের ভাটায় খাওয়াদাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনায় সব ওলটপালট হয়ে যায়।
স্থানীয়রা জানান, নদীতে অবৈধ ভাবে ইলিশ শিকার করে জেলেরা। যখন উপজেলা মৎস্য সংরক্ষণ অভিযানের কর্মকর্তারা স্পিডবোড নিয়ে তাদের তাড়া দেয় তখন তারা প্রশাসনের কাছ থেকে বাঁচতে এলোপাতাড়ি ট্রলার চালায়। দুর্ঘটনার সময়ও এমন কিছু ঘটতে পারে।
হিজলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বেপরোয়া গতিতে নৌযান চালিয়ে আ. রহমান নিহতের ঘটনায় তার ভাই বোরহান উদ্দিন সরদার আজ রোববার হত্যা মামলা করেছেন। মামলায় আসামি অজ্ঞাতনামা।
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আরও একটি প্রতারণার মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
৭ মিনিট আগেদিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে মহাসড়কটি পরিদর্শনে আসেন দিনাজপুর দুদকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এর আগে গত ২৩ মার্চ দৈনিক আজকের পত্রিকায় ‘মহাসড়কজুড়ে “আলপথ”, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি’ এই শিরোনামে
৮ মিনিট আগেবাংলা নববর্ষ উপলক্ষে মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোর শাহবাগ ও টিএসসি স্টেশন দুটি বন্ধ থাকবে।
১২ মিনিট আগেসাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় কারাগার থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। তবে, তাঁর অসুস্থতা তেমন গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
৩২ মিনিট আগে