Ajker Patrika

পবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

নবীনবরণ অনুষ্ঠান ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর মো. আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করতে হবে এবং চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত