বরগুনা প্রতিনিধি
বরগুনার বামনার দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গতকাল বুধবার বামনা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সারোয়ার বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।
জাতীয় শোক দিবসে ফুল দেওয়ার সময় যুবলীগ নেতা সাইফুল ইসলাম সারোয়ার একজনকে মারধর করেন। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ ও ফেসবুকে শেয়ার করায় সম্মানহানি হয়েছে দাবি করে তিনি মামলাটি করেন।
বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাঁকন মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী সাইফুল বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের বাসিন্দা। আসামি দুজন হলেন অনলাইন পত্রিকা দৈনিক সাগরকুলের প্রকাশক ও সম্পাদক নেছার উদ্দিন এবং বার্তা সম্পাদক মাহমুদুল হাসান আসিফ। নেছার উদ্দিন যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধিও।
সাইফুল ইসলামের অভিযোগ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সৈনিক লীগের নেতা-কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় নেতারা মীমাংসা করে দেন। কিন্তু ওই দিন যুগান্তর পত্রিকার বামনা প্রতিনিধি নেছার উদ্দিনের করা প্রতিবেদন অনলাইন সংস্করণে ‘শোক দিবসের অনুষ্ঠানে হাতাহাতি, এমপির পুষ্পস্তবক ভাঙচুর’ শিরোনামে প্রকাশিত হয়। পরে নেছার উদ্দিন ফেসবুকে এর লিংক শেয়ার করেন। একই প্রতিবেদন তাঁর সম্পাদিত দৈনিক সাগরকুল পত্রিকার অনলাইন ও ছাপা সংস্করণে প্রকাশ করেন। সংবাদটি পত্রিকার বার্তা সম্পাদক মাহমুদুল হাসান আসিফও ফেসবুকে শেয়ার করেন।
যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, ‘আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য অনুমতি ছাড়া ছবি ও তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়। এ সংবাদ প্রকাশের কারণে আমার ও পরিবারের স্বাভাবিক জীবন যাপন অসম্ভব হয়ে পড়েছে। আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম নষ্ট করার ক্ষেত্রে এই মিথ্যা সংবাদ প্রচার ভূমিকা রেখেছে।’
তবে সাংবাদিক মো. নেছার উদ্দিন বলেন, ‘ঘটনার সময় যুবলীগ নেতার হামলার শিকার সৈনিক লীগের নেতার বক্তব্যের ভিডিও ও ঘটনাস্থলের ছবির ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করা হয়েছে। অন্যান্য গণমাধ্যমেও সংবাদটি প্রকাশ করা হয়েছে। কিন্তু আমাদের দুজনের বিরুদ্ধেই কেন মামলা করা হয়েছে তা বোধগম্য নয়।’
এ বিষয়ে জানতে চাইলে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশ পেয়েছি। ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।’
বরগুনার বামনার দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গতকাল বুধবার বামনা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সারোয়ার বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।
জাতীয় শোক দিবসে ফুল দেওয়ার সময় যুবলীগ নেতা সাইফুল ইসলাম সারোয়ার একজনকে মারধর করেন। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ ও ফেসবুকে শেয়ার করায় সম্মানহানি হয়েছে দাবি করে তিনি মামলাটি করেন।
বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাঁকন মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী সাইফুল বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের বাসিন্দা। আসামি দুজন হলেন অনলাইন পত্রিকা দৈনিক সাগরকুলের প্রকাশক ও সম্পাদক নেছার উদ্দিন এবং বার্তা সম্পাদক মাহমুদুল হাসান আসিফ। নেছার উদ্দিন যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধিও।
সাইফুল ইসলামের অভিযোগ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সৈনিক লীগের নেতা-কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় নেতারা মীমাংসা করে দেন। কিন্তু ওই দিন যুগান্তর পত্রিকার বামনা প্রতিনিধি নেছার উদ্দিনের করা প্রতিবেদন অনলাইন সংস্করণে ‘শোক দিবসের অনুষ্ঠানে হাতাহাতি, এমপির পুষ্পস্তবক ভাঙচুর’ শিরোনামে প্রকাশিত হয়। পরে নেছার উদ্দিন ফেসবুকে এর লিংক শেয়ার করেন। একই প্রতিবেদন তাঁর সম্পাদিত দৈনিক সাগরকুল পত্রিকার অনলাইন ও ছাপা সংস্করণে প্রকাশ করেন। সংবাদটি পত্রিকার বার্তা সম্পাদক মাহমুদুল হাসান আসিফও ফেসবুকে শেয়ার করেন।
যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, ‘আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য অনুমতি ছাড়া ছবি ও তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়। এ সংবাদ প্রকাশের কারণে আমার ও পরিবারের স্বাভাবিক জীবন যাপন অসম্ভব হয়ে পড়েছে। আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম নষ্ট করার ক্ষেত্রে এই মিথ্যা সংবাদ প্রচার ভূমিকা রেখেছে।’
তবে সাংবাদিক মো. নেছার উদ্দিন বলেন, ‘ঘটনার সময় যুবলীগ নেতার হামলার শিকার সৈনিক লীগের নেতার বক্তব্যের ভিডিও ও ঘটনাস্থলের ছবির ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করা হয়েছে। অন্যান্য গণমাধ্যমেও সংবাদটি প্রকাশ করা হয়েছে। কিন্তু আমাদের দুজনের বিরুদ্ধেই কেন মামলা করা হয়েছে তা বোধগম্য নয়।’
এ বিষয়ে জানতে চাইলে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশ পেয়েছি। ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।’
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আরও একটি প্রতারণার মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
৭ মিনিট আগেদিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে মহাসড়কটি পরিদর্শনে আসেন দিনাজপুর দুদকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এর আগে গত ২৩ মার্চ দৈনিক আজকের পত্রিকায় ‘মহাসড়কজুড়ে “আলপথ”, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি’ এই শিরোনামে
৮ মিনিট আগেবাংলা নববর্ষ উপলক্ষে মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোর শাহবাগ ও টিএসসি স্টেশন দুটি বন্ধ থাকবে।
১২ মিনিট আগেসাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় কারাগার থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। তবে, তাঁর অসুস্থতা তেমন গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
৩২ মিনিট আগে