নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগর বিএনপির বিলুপ্ত ৩০টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের সমন্বয়ে আটটি টিম গঠন করা হয়েছে। আটটি টিমের দায়িত্বে মোট ৩৯ নেতা রয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার স্বাক্ষরিত গতকাল শনিবার রাতের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে নগর বিএনপির একাংশ এর বিরোধিতা করে আটটি টিম গঠন প্রক্রিয়ায় তীব্র আপত্তি জানিয়েছেন।
জানা গেছে, গঠিত আটটি টিমের মধ্যে ১ থেকে পর্যায়ক্রমে টিম লিডাররা হলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন, মো. আল আমিন, আবু মুসা কাজল, আব্দুল হালিম মৃধা, সাজ্জাদ হোসেন, জহিরুল ইসলাম খান লিটু, মাহফুজুর রহমান মাহফুজ ও অ্যাড. আবুল কালাম আজাদ।
এদিকে ওয়ার্ড কমিটি গঠনে গঠিত আটটি টিম নিয়ে প্রশ্ন তুলেছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়কের। ৪ নম্বর টিম লিডার যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম মৃধা বলেন, আহ্বায়ক ও সদস্যসচিব নিজেরাই প্রভাব খাঁটিয়ে এই টিম গঠন করেছেন। এতে তাঁদের কোনো মতামত নেওয়া হয়নি। ৬ নম্বর টিম লিডার যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান লিটু বলেন, এভাবে টিম গঠন করে কমিটি করলে প্রকৃত নেতা সৃষ্টি হবে না।
এদিকে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘মহানগরের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ছিলেন হাসান মামুন। হাসান মামুনের অনুপস্থিতিতে ওয়ার্ড কমিটি করার লক্ষ্যে টিম গঠনে আমরা হতবাক হয়েছি। সঙ্গে সঙ্গে সবার চাওয়া বাস্তবায়নে মহানগরের ৩০টি ওয়ার্ড কমিটি করার ক্ষেত্রে সম্মেলন প্রস্তুত কমিটির মাধ্যমে টিম গঠন করতে হবে। অন্যথায় এই টিম তাঁরা মানেন না এবং প্রত্যাখ্যান করেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, ওয়ার্ড কমিটি গঠনে গঠিত আটটি টিম স্বাধীনভাবেই কাজ করতে পারবে। অন্য কারও এ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ নেই।
বরিশাল মহানগর বিএনপির বিলুপ্ত ৩০টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের সমন্বয়ে আটটি টিম গঠন করা হয়েছে। আটটি টিমের দায়িত্বে মোট ৩৯ নেতা রয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার স্বাক্ষরিত গতকাল শনিবার রাতের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে নগর বিএনপির একাংশ এর বিরোধিতা করে আটটি টিম গঠন প্রক্রিয়ায় তীব্র আপত্তি জানিয়েছেন।
জানা গেছে, গঠিত আটটি টিমের মধ্যে ১ থেকে পর্যায়ক্রমে টিম লিডাররা হলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন, মো. আল আমিন, আবু মুসা কাজল, আব্দুল হালিম মৃধা, সাজ্জাদ হোসেন, জহিরুল ইসলাম খান লিটু, মাহফুজুর রহমান মাহফুজ ও অ্যাড. আবুল কালাম আজাদ।
এদিকে ওয়ার্ড কমিটি গঠনে গঠিত আটটি টিম নিয়ে প্রশ্ন তুলেছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়কের। ৪ নম্বর টিম লিডার যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম মৃধা বলেন, আহ্বায়ক ও সদস্যসচিব নিজেরাই প্রভাব খাঁটিয়ে এই টিম গঠন করেছেন। এতে তাঁদের কোনো মতামত নেওয়া হয়নি। ৬ নম্বর টিম লিডার যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান লিটু বলেন, এভাবে টিম গঠন করে কমিটি করলে প্রকৃত নেতা সৃষ্টি হবে না।
এদিকে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘মহানগরের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ছিলেন হাসান মামুন। হাসান মামুনের অনুপস্থিতিতে ওয়ার্ড কমিটি করার লক্ষ্যে টিম গঠনে আমরা হতবাক হয়েছি। সঙ্গে সঙ্গে সবার চাওয়া বাস্তবায়নে মহানগরের ৩০টি ওয়ার্ড কমিটি করার ক্ষেত্রে সম্মেলন প্রস্তুত কমিটির মাধ্যমে টিম গঠন করতে হবে। অন্যথায় এই টিম তাঁরা মানেন না এবং প্রত্যাখ্যান করেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, ওয়ার্ড কমিটি গঠনে গঠিত আটটি টিম স্বাধীনভাবেই কাজ করতে পারবে। অন্য কারও এ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ নেই।
৫২ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটে) ক্যাম্পাসে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার পরিচয়পত্র যাচাই করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ।
৭ মিনিট আগেকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’। আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের পাঁচ শতাধিক ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন।
১০ মিনিট আগেযৌতুক না পেয়ে স্ত্রীর শরীরে গরম সয়াবিন তেল ঢেলে হত্যার দায়ে স্বামী মো. মিজান সরদারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। দুই বছর আগে রাজধানীর কদমতলী থানার খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেসরকারি পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনের গাজায় গিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য বিভিন্ন হাসপাতালের ১০০ নার্স ও নার্সিং শিক্ষার্থী সরকারের অনুমোদন চেয়েছেন। আজ রোববার সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। ১০০ নার্সের পক্ষে
১ ঘণ্টা আগে