Ajker Patrika

বরিশালে ব্রিটিশ নাগরিক লুসির পাশে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ২১: ৫৯
বরিশালে ব্রিটিশ নাগরিক লুসির পাশে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা

বরিশালে এসে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের কাছে ছুটে গেলেন। নগরের অক্সফোর্ড মিশনে আজ শুক্রবার বেলা সোয়া ১টার দিকে গিয়ে তিনি লুসির শারীরিক খোঁজখবর নেন। 

মুক্তিযুদ্ধকালীন লুসি হল্ট বিভিন্ন দেশে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে চিঠি লিখেছিলেন। শেখ রেহানা ওই ঘটনার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘লুসি হল্টের মতো মানবিক আদর্শ সবার ধারণ করা উচিত। মুক্তিযুদ্ধে যেসব চিঠি তিনি লিখেছিলেন, সেগুলো সংরক্ষণ করাও দরকার।’ 

অক্সফোর্ড মিশনের ফাদার জন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা মিশনে এসেছিলেন ফুল, ফল নিয়ে। তাঁর আগমনের খবরে মিশনে সাজসজ্জাও করা হয়। সেখানে আরও উপস্থিত ছিলেন মিশনের ফাদার ফ্রান্সিস, সিস্টার মার্গারেট, লুসি হল্টের জীবনী প্রতিবেদন আকারে তুলে ধরা সাংবাদিক অপূর্ব অপু ও সমাজসেবক রফিকুর রহমান।

সমাজসেবক রফিকুর রহমান বলেন, বেলা সোয়া ১টার দিকে হলরুমে ঢুকেই বঙ্গবন্ধুকন্যা লুসি হল্টের কাছে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লুসির পাশের চেয়ারে বসে গভীর মমতায় লুসি হল্টের শারীরিক খোঁজখবর নেন। একপর্যায়ে লুসি হল্টকে সংবাদে ফুটিয়ে তোলায় সাংবাদিক অপূর্ব অপুকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধুকন্যা।

বঙ্গবন্ধুকন্যাকে কাজী নজরুল ইসলামের ‘নাচ ময়ূরী নাচ রে’ গানটি গেয়ে শোনান লুসি। পরে অক্সফোর্ড মিশনের গির্জা পরিদর্শন করেন শেখ রেহানা। 

২০১৬ সালে গণমাধ্যমে লুসি হল্টের খবর জানাজানি হয়। ২০১৮ সালে লুসি হল্টকে গণভবনে ডেকে ভিসা ফি মওকুফযুক্ত পাসপোর্ট হস্তান্তর এবং বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত