Ajker Patrika

বালা-মুসিবত আমাদের হাতের কামাই: ছারছীনার পীর

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বালা-মুসিবত আমাদের হাতের কামাই: ছারছীনার পীর

ছারছিনা দরবারের পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন, ‘পৃথিবীর সকল বালা-মুসিবত আমাদের হাতের কামাই। মানুষ ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাওয়ায় আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের প্রাকৃতিক দুর্যোগ দিয়ে সতর্ক করে থাকেন। আমাদের উচিত, আল্লাহ তায়ালার হুকুম মেনে নিয়ে সে অনুযায়ী জীবন যাপন করা এবং আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করা।’

আজ বৃহস্পতিবার বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন ছারছিনা দরবারের গদিনশিন পীর। এ সময় তিনি দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। তা ছাড়া তিনি ফেনী সদরের ছনুয়া ইউনিয়নের রাহি মাদ্রাসার ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর নায়েবে আমির ও দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম আবু বকর সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. মিজানুর রহমান প্রমুখ।

পরে ছারছীনার পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন ক্ষতিগ্রস্ত বানভাসি ও বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত