ভারী বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন সড়কে পাহাড় ধস, যান চলাচল ব্যাহত

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১০: ১৪
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১০: ৩০

গত রাতে ভারী বৃষ্টিতে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসে পড়েছে। এ ছাড়া জেলার আরও বিভিন্ন সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, দ্রুতই বিভিন্ন রাস্তার ওপর জমে থাকা মাটি সরানো হবে।

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ফুরমোন রাস্তার মুখ, খামারপাড়া, রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের কলাবাগান, বাঘাইছড়ি ও সাজেক সড়কের বিভিন্ন এলাকায় সড়কের ওপর এমন পাহাড়ধসের ঘটনা ঘটে।

এদিকে রাতের ভারী বৃষ্টির প্রভাবে পাহাড়ি ঢলে বাঘাইছড়ি, বিলাইছড়ি ও বরকলে ফসলের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ধসপ্রবণ এলাকায় সতর্কতা মাইকিং করছে জেলা প্রশাসন।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সড়ক স্বাভাবিক করতে  পে লোডার ও শ্রমিক পাঠানো হয়েছে।  শিগগির মাটি সরানো হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত